অভিমান করার মত একজনকে পেয়েছি জানো! এই আমার আকস্মিক দুঃখ, সাময়িক মন খারাপ, ব্যর্থতা, হতাশা, আর বানান ভুলসহ কিছু না লিখতে পারা গল্পের জন্য বুকের বামদিকের হাল্কা যন্ত্রণা...  এই সব কিছুর সন্ধি করলে কী হয় জানো? অভিমান....।

এখন এমন একটা সময়, যখন আমরা সাইলেন্ট মোডে কথা বলি কোনওরকম ভাইব্রেশন ছাড়াই..। ফেসবুকের ব্লকব্লক খেলাগুলো ইলাটিং-বিলাটিং-শৈ-লো'র  মতই কোনও এক ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছে। এইভাবে আমরা সবাই হারিয়ে যাচ্ছি...  পাহাড়ের চূড়াই উঠে আবার তুষার ঝড়ে হারিয়ে যাচ্ছি... সমস্ত পরিকল্পনা যেন সিলেবাসের বাইরে।

এইভাবে, কোনওএক অন্ধকারে আমার 'ইউ আর হ্যান্ডসাম' লেখা কাপটার লাল চায়ে যদি লিকার বেশি হয়ে যায়... আমি অভিমান করি। আমার ফোনের ইন্টারনাল মেমোরি ভরে যাওয়ার কারণে ফোন যখন আমায় বারবার নোটিফিকেশন পাঠাই...  আমি অভিমান করি। আমার দু-মিনিটের নুডুলসে জল বেশির কারণে যখন মাছের ঝোলে পরিণত হয় আমি অভিমান করি... আর আমার এই সব অভিমান কার প্রতি জানো? আমি বুঝতে পারছি তোমার সন্দেহ হচ্ছে...ভাবছো নতুন কোনও প্রেমের ডোবায় আমি হাবুডুবু খাচ্ছি কিনা?

আরে না! আমার এই সব অভিমান, সব রাগ আমি ফেসবুক কে দেখায়... আমি চুপিচুপি লগইন করে অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করি... ফেসবুকের প্রতি প্রেম, মায়া তো আমার কবেই কেটে গেছে! তবে কী প্রেমের শেষেই অভিমান শুরু?