- টিংটং..! অবনী বাড়ি আছো?
- হুম..... ম্যাডাম কী করছেন?
- পাগলা হাওয়ার বাদল দিনে মন যে আমার জেগে উঠছে!
- খুব ভাল লাগছে বুঝি...?
- হুমম।
- কী ভালোলাগে?
- বৃষ্টিতে যখন গাছের পাতাগুলো ভেজে.... পূজো এলে বাগানটা যখন শিউলি ফুলে ঢেকে যায়..ওই নেশা ধরিয়ে দেওয়া গন্ধটা খুব ভাল লাগে.... ছাদে বসে পা দুলিয়ে তেতুলের আচার খেতে বড্ড ভাল লাগে.... একলা দুপুরে লম্বা চুল খুলে বারান্দায় বসে থাকতে ভাল লাগে.... রাতের বেলায় ঝড় হলে  ছাদে গিয়ে চোখ বন্ধ করে ঝড়ের দাপটের সামনে দাঁড়াতে বড্ড ভাল লাগে.... জীবনানন্দ দাশ..শঙ্খ ঘোষ'ই হোক...বা জয় গোস্বামী, শ্রীজাত...কিংবা সুনীল.... বড্ড ভাল লাগে তাদের মধ্যে হারিয়ে যেতে.... ভাল লাগে যখন তখন তানপুরাটা নিয়ে রাগরাগিণীর মধ্যে হারিয়ে যেতে.... ভাল লাগে 'চে'র ছবি আঁকতে.... পাড়ার ভিখু দাদুর কাছে ছুটে গিটে রূপকথারর গল্প শুনতে.... ( জানো! ও সবার কাছে ভিখারি).... ভাল লাগে নাটক দেখতে.... দাদুর হাত ধরে প্রথম দেখা মনে করতে বড্ড ভাল লাগে.... ছোড়দাভাই এর উপর অভিমান করে থাকা স্মৃতিদের জাপ্টে ধরে নিয়ে বাঁচতে বড্ড ভাল লাগে......।