- আর ভাই বলিসনি, কাল রাতে একটা কেচ্ছা করে ফেলেছি।
- কী হয়েছে?
- ওই যে কাল তোরা ককটেল, মকটেল, পানিটেল খাওয়ালি.....!
- বারবার বারণ করা সত্ত্বেও মদ গিললি....তাও আবার দুধের সাথে মিশিয়ে...।
- সে তো লাভক্ষতিরর হিসেব বজায় রাখতে।
- তারপর কী হলো বল...
- ভাই, রাত্রে বৌয়ের পাশে শুয়েছিলাম। হাত-পা বৌয়ের গায়ের উপর চাপিয়ে।
- শালার মদ খেলে রোম্যান্স বাড়ে.....।
- আররে.... পুরোটা শোন না...
- বল, শালা ভাটের গল্প ফাঁদছে।
- তারপর যখন রাত গভীর হলো.... আমি স্বপ্ন দেখছি.....
- নিশ্চয় পাশের বাড়ির বৌদির!
- বলতে দিবি তো নাকি!
- বল....
- দেখছি আমার খুব মুত পেয়েছে, জ্বালাযন্ত্রণাতে পেটের নীচটা ছিঁড়ে পড়ছে.....  দরজার খিলটা খুলে আমি বাড়ির পাশের মাঠের দিকে এগোচ্ছি....
- এডভেঞ্চারার্স থ্রিলার।
- তারপর মাটিতে ছোট্ট ছিদ্র হয়ে ফোটাফোটা জলকণা পায়ে ছিটকে এসে লাগলো। পুরো ট্যাঙ্ক খালি....আহ্! পৃথিবীরর সমস্ত শান্তি যেন নাভির নীচে জড়ো হয়েছে। সকালে উঠে দেখি গোটা বিছানাময় দুর্গন্ধ।
- তোর বৌ তোকে ক্যালায় নি?