কাগের ঠ্যাঙ, বগের ঠ্যাঙ...........

"…happiness [is] but the occasional episode in a general drama of pain."

- F: যেদিন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে.... আমার একটা কথাই মনে এসেছিল, এই সেই ছেলেটা যে টিউশনে আমার সামনে বসে....আর আমি ওর চেয়ারের উপর পা তুলে দিই....
- সাধারণত খুব বেশি অসুবিধে না হলে আমি কোনওকিছুর প্রতিবাদ করিনা। তবে রিকুয়েস্টটা অনেকদিন আগেই পাঠাতে পারতাম, স্যারের  অ্যানাউন্সমেন্ট শোনার পর নামটা মনে রেখেছিলাম, ফেসবুকে সার্চ করে বুকমার্ক এ রেখেছিলাম।

**
-M: একটা গল্প লিখেছি....পড়বে?
- পাঠাও।
- এটা তুমি লিখেছ? ইট'স সো নাইস।
- থ্যাংকস।

**
- F: তুমি ভেবেছিলে আমি প্রাইভেসি নিয়ে কনসার্নড, এই দেখো.... হোয়াট্সঅ্যাপের ফার্স্ট টেক্সট টা আমি করছি।
- :)

**
F: আই জাস্ট কেম টু নো দ্যাট তোমার থার্ড ডিসেম্বর বার্থডে, জানো...দাদারো ওই দিন বার্থডে। ভাল লাগলো জেনে।
- আমি তোমায় কেন অ্যাড করেছি জানো?
- কেন?
- তোমার ইংলিশ প্রোনানসিয়েশন দারুণ লাগে আমার। বিশেষ করে বাংলা উচ্চারণ.... ইউ স্পিক বেঙ্গলি লাইক ইংলিশ...

**
M: আজ যে তুমি আমায় ডেকে একসাথে এলে বেশ ভাল লেগেছে....আরও ভাল লেগেছে যখন ছাতাটা বার করে আমার মাথার উপর রেখেছিলে।
- তোমার সেন্টিমেন্ট বা ফিলিংসকে হার্ট করার কোনও ইনটেনসন নেই আমার, তবু একটা কথা বলব, সব কিছু নোটিস করোনা।

**
M: তোমার সাথে কথা না বললে আমার ক্যামন যেন মন খারাপ করে।
: এবার না আমি তোমায় একটু জ্ঞান দেব। আমরা যখন কারো সাথে খুব বেশি বেশি কথা বলি..আমরা তাদের সাথে ইমোশনালি অ্যাটাচড্ হয়ে পড়ি, আর সেগুলো প্রেম ভেবে ভুল করি।
একটা টিপস দিই, তুমি অনেক অনেক মেয়ের সাথে কথা বলো।

**
F: কখনও যদি তোমার খারাপ লাগে, আমায় ফোন কর ক্যামন! ব্যালেন্স না থাকলেও মিশড কল কোরো....আমি কল ব্যাক করব। আমি তোমায় অনেকের থেকে অনেক বেশি চিনি।
- তুমি আমার জীবনে অনেক স্পেশাল। একটা নতুন চ্যাপ্টার। তোমার হোয়াট্সঅ্যাপে পাঠানো অডিওগুলো বারবার শুনি।

**
M: হোয়াট্সঅ্যাপে অনলাইন দেখলে অনেকেই টেক্সট করে, আমরা বরং টেলিগ্রাম এ চ্যাটিং করি।
- আমি একবার না....বারবার ইম্প্রেশড হই। তোমায় ভাল লাগে, একজন ভাল মানুষ মনে হয়।

**
M: তোমার ছবিগুলো দেখছিলাম, বেশি ভাল লাগে ক্যাজুয়াল ছবিগুলো.... ক্ষেপী....ক্ষেপী।
- ওগুলো ডিলিট করো, অডিও গুলোও।

**
F: আজ টিউশন গিয়ে তোমায় দেখছিলাম, কিছুতেই পড়াশোনাতে কনসান্ট্রেট করতে পারছিলাম না।

**
M: একবার লাভ ইউ বলো....
: লাভ ইউ।
: এটা হলো? ফীল করে...
: I Love You...
: নয় বার বলো...
: I Love You...: I Love You...: I Love You...: I Love You...: I Love You...: I Love You...: I Love You...: I Love You...: I Love You...
- বাংলাতে বলো... আমি তোমাকে ভালোবাসি।
- আমি তোমাকে ভালোবাসি।

**
F: প্লিজ কাল বৃষ্টি হলে কলেজ স্কোয়ার এসো না।
- ওকে।

M: আজ যেন আজ শেষ না হয়, আজ যেন আর শেষ না হয়।
সব থেকে ভাল লেগেছে যখন বাসের টিকিট কেটে হাতে দিয়েছিলে... আর হাত জোর করে বিবেকানন্দের মূর্তির সামনে প্রণাম করছিলে।

**
M: তোমার কাছে চকলেট হবে একটা।
- একটা জিনিস চাইলে, আর আজ আমার কাছে নেই।

**
F: কলেজে রেজাল্ট দিয়েছে...আমি অ্যাডমিট  কার্ড খুঁজে পাচ্ছি না।
- আমি ফেল করেছি। তুমি ভাল করে পড়...ফাইনাল এক্সাম টা ঠিকঠাক দাও।
- I Love You...
- আবার.....????

**
M: রোজ আমিই আগে টেক্সট করি...তুম করোনা...
মাঝেমধ্যে মনে হয় আই অ্যাম রানিং আফটার ইউ।

**
দা বিগেস্ট মিস্টেক অফ মায় লাইফ....বার্থডে ইস্যু।

**
সম্পর্কগুলো গড়তে সময় লাগে, ভাঙা খুব সহজ।

**
মাঝখানে কয়েকটা ছোটগল্প..... হ্যালুসিনেশন, তৃষিতা... পারস্পরিক...চব্বিশে সেপ্টেম্বর।
সে যাওয়া আর আসার মাঝে আমায় বিখ্যাত বানিয়ে দিয়ে গেল।

- দ্যাখ ভাই...জোর করে কোনো কিছু সম্ভব নয়

**
F: আমরা অনেক আলাদা।

M: এই কথার মাঝে বাই বলাটা মোটেই ভাল লাগেনা, বরং ইনসাল্টিং লাগে। আমাদের কথা বলার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। অল দা বেস্ট...উইশ ইউ বেস্ট অফ লাক।

তারপরের কয়েকটা শব্দ থাকলেও...সম্পর্কটা তলিয়ে গেছে।