- তুমি আমায় একটা সুন্দর নাম দেবে বলেছিলে?
- হ্যাঁ.. খ্যাপা পটেমাস।
- ছিঃ! ওয়াক থুঃ! এটা কোনো নাম হল?
- হুম! একমাস ধরে কাউকে পটানোর পর যদি তাকে খ্যাপা মনে হয়... তার নাম অবশ্যই খ্যাপা-পটে-মাস..।
- হ্যাঁ.. এখন তো এসব বলবেই... আমি যদি তোমার দিকে না তাকাতাম, কোনও কুকুরও তার গালে তোমাকে চুমু খাওয়ার পারমিশন দিতো না...
- তারমানে তুই মেয়ে বলে চুমু খাওয়ার পারমিশন দিস?
- কেন? তুমি কী ছেলেদের প্রেফার কর? হায় ভগবান! বিয়ের পর আমার কী হবে? আমায় ভাল লাগে তো?
- প্রথম যেদিন ট্রেনে দেখা হয়.. তুই প্যান্টের জিপ আটকাতে বলেছিলি, মনে আছে? তারপর আরেকদিন ওষুধের দোকানে তোর সঙ্গে ধাক্কা লাগলো... তোর হাত থেকে সবকিছু পড়ে গেল... আমি জিনিসপত্র গুলো উঠিয়ে দিয়ে সরি বলতে যাব... ওমনি তুই বললি..
- 'সরি বলতে হবেনা। ঠিক আছে... দেশে যেভাবে হঠাত হঠাত ভূমিকম্প আসছে, তাতে এইটুকু অনিচ্ছাকৃত ধাক্কাতে আমি মোটেই জীবাশ্ম হয়ে যাব না'। আমার কিন্তু সব মনে আছে।
- সেই হিসেবে তোকে আমার কোনওদিনই বকখালি মনে হয়নি...
- এর মধ্যে আবার দক্ষিণ চব্বিশ পরগণা কোন দিক দিয়ে এল?
- বক্খালি মানে যেসব মেয়েরা খালিখালি বকে.. অকারণে...। অনিচ্ছাকৃত স্পর্শে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেওয়া অথবা সাহায্য করতে গেলে সুযোগ সন্ধানী ভেবে অপমান... তুই তাদের থেকে অনেক ভাল..।
- আরও প্রশংসা কর.. খুব শুনতে ভাল লাগছে... নিজেকে কীরা নাইটলি মনে হচ্ছে...বলো আমার আর কী তোমার ভাল লাগে?
- তোর সবই ভাল লাগে। ঢ্যাবাঢ্যাবা চোখ, কুলোর মত কান, উকুন ভরা চুল আর পোষবুড়ির মত ভুঁড়ি। আর সেদিন তোকে সবথেকে সুন্দর দেখাচ্ছিল, যেদিন আমরা স্বেচ্ছায় প্রথম দেখা করি... আমরা হাত ধরে হাঁটছিলাম। হঠাত একটা বাচ্চা তোর পা'টা ধরে তোকে মা-মা বলে ডাকছিল... দুপুরে কিছু খেতে পায়নি বলে খাবার চাচ্ছিল। তোর মনটা খারাপ হয়ে গিয়েছিল... তোর চোখ দিয়ে জল পড়ছিল... কান্না করতে করতে বলেছিলি...
আমার দেশটা এত গরীব, এত পভার্টি... এত জনসংখ্যা...! রাস্তায় এত না খেতে পাওয়া শিশু... ফার্টিলিটি ইনফার্টিলির ব্যাপার না... দেখ! আমরা কোনওদিন বিয়ে করলে বাচ্চা অ্যাডপ্ট করব... তাতে দুটো বাচ্চা তাদের মা বাবা পাবে, আর আমরা আমাদের সন্তান...
সেদিন একটা কথা আমি খুব স্পষ্ট বুঝে গিয়েছিলাম.. জীবনে যাকে বিয়ে করব তার সঙ্গে আমার চিন্তাভাবনা, বুদ্ধিমত্তার মিল থাকা একান্ত প্রয়োজন... নয়লে জীবনে খুব দ্রুত একঘেয়েমির অন্ধকার ধেয়ে আসে... আর আমার জীবনে তুইই আমার একমাত্র পূর্ণিমা...
- হ্যাঁ.. খ্যাপা পটেমাস।
- ছিঃ! ওয়াক থুঃ! এটা কোনো নাম হল?
- হুম! একমাস ধরে কাউকে পটানোর পর যদি তাকে খ্যাপা মনে হয়... তার নাম অবশ্যই খ্যাপা-পটে-মাস..।
- হ্যাঁ.. এখন তো এসব বলবেই... আমি যদি তোমার দিকে না তাকাতাম, কোনও কুকুরও তার গালে তোমাকে চুমু খাওয়ার পারমিশন দিতো না...
- তারমানে তুই মেয়ে বলে চুমু খাওয়ার পারমিশন দিস?
- কেন? তুমি কী ছেলেদের প্রেফার কর? হায় ভগবান! বিয়ের পর আমার কী হবে? আমায় ভাল লাগে তো?
- প্রথম যেদিন ট্রেনে দেখা হয়.. তুই প্যান্টের জিপ আটকাতে বলেছিলি, মনে আছে? তারপর আরেকদিন ওষুধের দোকানে তোর সঙ্গে ধাক্কা লাগলো... তোর হাত থেকে সবকিছু পড়ে গেল... আমি জিনিসপত্র গুলো উঠিয়ে দিয়ে সরি বলতে যাব... ওমনি তুই বললি..
- 'সরি বলতে হবেনা। ঠিক আছে... দেশে যেভাবে হঠাত হঠাত ভূমিকম্প আসছে, তাতে এইটুকু অনিচ্ছাকৃত ধাক্কাতে আমি মোটেই জীবাশ্ম হয়ে যাব না'। আমার কিন্তু সব মনে আছে।
- সেই হিসেবে তোকে আমার কোনওদিনই বকখালি মনে হয়নি...
- এর মধ্যে আবার দক্ষিণ চব্বিশ পরগণা কোন দিক দিয়ে এল?
- বক্খালি মানে যেসব মেয়েরা খালিখালি বকে.. অকারণে...। অনিচ্ছাকৃত স্পর্শে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেওয়া অথবা সাহায্য করতে গেলে সুযোগ সন্ধানী ভেবে অপমান... তুই তাদের থেকে অনেক ভাল..।
- আরও প্রশংসা কর.. খুব শুনতে ভাল লাগছে... নিজেকে কীরা নাইটলি মনে হচ্ছে...বলো আমার আর কী তোমার ভাল লাগে?
- তোর সবই ভাল লাগে। ঢ্যাবাঢ্যাবা চোখ, কুলোর মত কান, উকুন ভরা চুল আর পোষবুড়ির মত ভুঁড়ি। আর সেদিন তোকে সবথেকে সুন্দর দেখাচ্ছিল, যেদিন আমরা স্বেচ্ছায় প্রথম দেখা করি... আমরা হাত ধরে হাঁটছিলাম। হঠাত একটা বাচ্চা তোর পা'টা ধরে তোকে মা-মা বলে ডাকছিল... দুপুরে কিছু খেতে পায়নি বলে খাবার চাচ্ছিল। তোর মনটা খারাপ হয়ে গিয়েছিল... তোর চোখ দিয়ে জল পড়ছিল... কান্না করতে করতে বলেছিলি...
আমার দেশটা এত গরীব, এত পভার্টি... এত জনসংখ্যা...! রাস্তায় এত না খেতে পাওয়া শিশু... ফার্টিলিটি ইনফার্টিলির ব্যাপার না... দেখ! আমরা কোনওদিন বিয়ে করলে বাচ্চা অ্যাডপ্ট করব... তাতে দুটো বাচ্চা তাদের মা বাবা পাবে, আর আমরা আমাদের সন্তান...
সেদিন একটা কথা আমি খুব স্পষ্ট বুঝে গিয়েছিলাম.. জীবনে যাকে বিয়ে করব তার সঙ্গে আমার চিন্তাভাবনা, বুদ্ধিমত্তার মিল থাকা একান্ত প্রয়োজন... নয়লে জীবনে খুব দ্রুত একঘেয়েমির অন্ধকার ধেয়ে আসে... আর আমার জীবনে তুইই আমার একমাত্র পূর্ণিমা...
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন