পরীক্ষার রেজাল্ট শেষ কথা নয়, অথচ পরীক্ষার রেজাল্টই সেই সমস্ত বিতর্কের বিচারক যা নির্ধারণ করে একটা মধ্যবিত্ত পরিবারের মোট সম্পত্তি... গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস...। সেই হিসেবে যে পরিবারের রেজাল্ট যত ভাল, তারা তাদের প্রজন্ম তত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে.... আমি স্কুলের গ্রুপ ডি স্টাফ হলে, আমার ছেলে ক্লার্ক..আর সেই অনুপাতে আমার নাতি স্কুল টিচার..ব্যতিক্রমী যদিও আছে..। তবে মোটামুটিভাবে আমরা আমাদের প্রজন্মকে একধাপ এগিয়ে দেওয়ার স্বপ্ন দেখে থাকি...।
রেজাল্ট ভাল হলে দেখবে পরিবারের সকলের উচ্ছ্বাস...মায়ের চোখ দেখলেই বোঝা যায় এবারের ইনভেস্টমেন্ট আর প্রফিট রেশিও ঠিক কিনা!
একটা কথা সত্যি... আমার থেকে কেউ দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশ নম্বর বেশী পেলে তার 'হামবড়া' ভাব হওয়াটা স্বাভাবিক, আর এটাকে স্বাভাবিক ভাবেই নিতে হবে...। কারণ সে জানে এই দুটো খন্ড সংখ্যার মাঝে ইনফিনিটি নম্বরের বসবাস...
ভাই সত্যি কথা বলতে কি! জীবনটা অনেক কঠিন... আর এটা ক্রমেক্রমে কঠিনতর হতে চলেছে... কোনও প্রতিযোগিতাকে ছোট করে দেখা মানে সেটার প্রতি হার স্বীকার করে নেওয়া... আর পরাজয় স্বীকার করা বড় খারাপ অভ্যাস...
মহাত্মা গান্ধী বলেছিলেন "Poverty is the worst form of violence."..একটু চিন্তা করে দেখবে, যেখানে যত বেশি দারিদ্র্যতা, সেখানে তত বেশি হিংস্রতা...। আর এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ... পড়াশোনা... পড়াশোনা এবং পড়াশোনা..।
জীবনের প্রত্যেকটা পরীক্ষাতে ভাল ফল করা অত্যন্ত প্রয়োজন... ধারাবাহিকভাবে সফল না হলে চূড়ান্তভাবে ব্যর্থ হও.. তাহলেই তুমি শিখে যাবে জীবনের সিঁড়িতে কীভাবে চড়তে হয়...
মানুষ প্রমাণ চায়... যতক্ষণ তাঁরা প্রমাণ না পাবে ততক্ষণ তাঁরা তোমার ক্ষমতার প্রতি সন্দেহ প্রকাশ করবে। ভাল ফল তোমায় করতেই হবে, তবেই তুমি জীবনে সফল হবে... আর জীবনে সফল হলে তবেই মানুষ তোমাই সম্মান করবে... আর এই সত্যিটা যত দ্রুত তুমি উপলব্ধি করতে পারছ, ততই তোমার পক্ষে মঙ্গল।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন