হঠাৎ কেউ একজন পিছন থেকে পিঠ চাপড়াল। আমি পিছন ঘুরে দেখলাম, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক... সাদা শার্ট ইন করে পরা, কালো রঙের ন্যারো টাই...
'চলো, কফি খেতেখেতে কথা বলা যাক....'
যাহ্ ব্বাবা! চিনিনা জানিনা... উপরন্তু কফির অফার! না করলাম না... ফ্রী তে কফি মন্দ হয় না... তার উপর সকালে মেসের তিনটে নানপুরি আর দু'পিস ক্ষীরমোহন ছাড়া আর কিছু পেটে পড়েনি। সো কফি উইথ করণ.... ঊপস! কফি উইথ আ স্ট্রেঞ্জার.....
'আই লাইকড ইউ ইয়াং ম্যান।
'
পুরোপুরি শকড... কোনও মেয়ে বললে ততটাই ভাল লাগতো.... যাইহোক... কনভারসেশন কন্টিনিউড.....
- আমি তোমায় স্টেশন থেকে টাকাটা কুড়িয়ে নিতে দেখেছিলাম.... ভাবলাম পকেটে ভরবে.... কৌতূহলবশত হয়ে ফলো করতে লাগলাম তুমি কি কর দেখতে... খুব ভাল লাগল যখন দেখলাম তোমার কুড়িয়ে নেওয়া টাকাটা তুমি পাশের বৃদ্ধার বাটিতে দিয়ে ব্যস্ততার সঙ্গে সটান হেঁটে গেলে.... বিশ্বাস করো তারপর থেকে একপ্রকার দৌড়ে তোমার পিছু নিলাম... এই বয়সে আর ছুটতেও পারিনা... তবু মন মানছিল না, আর তোমার সঙ্গে আলাপ করার ইচ্ছেটাও দমন করতে পারছিলাম না...
তাই ভাবলাম একসঙ্গে এক কাপ কফি খাই....
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন