- তুমি মদ খাও?
- হ্যাঁ... এক গ্লাস রোজ রাতে...
- বৌকে পেটাও?
- মাঝেমধ্যে, খুব নেশা হয়ে গেলে...
- ছেলেমেয়ে আছে?
- এক ছেলে ইস্কুলে পড়ে.... ক্লাস টু... বাংলা মিডিয়াম...
- তোমার কী অন্য ইস্কুলে ভর্তি করার ইচ্ছে ছিল?
- ইচ্ছে তো ছিল ইংলিশ মিডিয়ামে দেওয়ার... স্বপ্ন ছিল ছেলেকে স্যুট-বুট-টাই পরিয়ে ইস্কুলে পাঠাব.... তা আর হলনা... ওই ন্যাতাকানি গায়ে চাপিয়ে স্কুলে যায়....
- স্বামী বিবেকানন্দের নাম শুনেছ?
- হুমমম...
- উনি কিন্তু স্যুট বুট টাই না পরেই সামান্য এক সাধুর বেশে অনেক স্যুটেড বুটেড বাবুর প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন... বেশভূষা না... তোমার কর্মই তোমাকে আলাদাভাবে চিহ্নিত করবে...
- তাই বলে আমার ছেলে? ও তো এখনই আমায় মানতে চায়না... বলে কিনা নামসই করতে জানেনা!
- শিখবে?
- কে শেখাবে?
- এক কাজ করো... রোজ রাত দশটা চল্লিশের ট্রেনটা এলেই তুমি স্টেশনের কাছে এসে দাঁড়িয়ে থাকবে... তোমার রিক্সায় চড়তে চড়তে আমি বিবেকানন্দ পড়ে শোনাব.... আর নামার আগে নামসই শেখাব... রাজি?
- বাবু.... আমার এক বন্ধুর পড়াশুনোতে খুব আগ্রহ ... আমরা যদি দুজন, দুটো রিক্সা নিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিই আপনার কোনও আপত্তি আছে...?
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন