এমনিতেই একটু ডিস্টার্ব ছিলাম। মাঝপথে একটা কোর্স ছেড়ে বাড়িতে বসেছিলাম...  এতটাই ডিপ্রেশড ছিলাম যে পূজোর কটা দিন বাড়ির বাইরেও বেরোয়নি...

দু'হাজার চোদ্দর কথা বলছি... সবাই কারণ জানতে চাইছে..  হস্টেলে কোনও সমস্যা হচ্ছে কিনা! র‍্যাগিং হচ্ছে কিনা! সেসময় ইমিডিয়টিলি একটা জবের দরকার ছিল.. যেকোনো কিছু, যাতে নিজেকে ব্যস্ত রেখে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন না হতে হয়...

আমাকে ধোয়া তুলসীপাতা ভাবা একটা মারাত্মক অপরাধ। আমার অবস্থান আর পাঁচজন সাধারণ ছেলের মতই.... মাঝেমধ্যে সময় পেলে চায়ের দোকানে বসে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিই...

হুমমম... যেটা বলছিলাম..  একদিন আমার এক শুভাকাঙ্ক্ষী খবর দিল তাদের স্কুলে একজন ইংরেজির টিচার নেওয়া হবে... প্রাইভেট স্কুল.. আই.সি.এস.ই বোর্ড... আমি সি.ভি তৈরি করে সবকিছু রেডি রাখলাম...

ইন্টার্ভিউ এর আগের দিন ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। আমার সঙ্গে ছিল আমার একটি পুরনো বন্ধু... আর দূরে কার্তিক দা... আমরা দুজন খোশ মেজাজে গল্প করছি, মাঝেমধ্যে উত্তেজনাহেতু মুখ দিয়ে গালাগালও বেরিয়ে যাচ্ছে... একসময় আমার বন্ধুটিকে পরেরদিনের ইন্টার্ভিউ এর ব্যাপারে জানালাম...  ড্রেস কোড, গ্রাজুয়েশনের সাবজেক্ট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল...

হঠাত কার্তিক দা এগিয়ে এল....

- কাল তোর ইন্টার্ভিউ?

- হুমমম।

- প্রস্তুতি ক্যামন?

- ভাল...

- ইন্টার্ভিউ রুমে একটু সাবধানী হতে হবে কিন্তু!

- কেন?

- যদি মুখ ফসকে গালাগাল বেরিয়ে যায়!

এরপর থেকে কোনওদিন পাবলিক প্লেসে গালাগাল দিইনি...  ইভেন বন্ধুদের সঙ্গেও না....