After my first break up I joined Gym.....
১.
- তোমার যদি খুব রাগ হয়... কিমবা আমার জন্য প্রচন্ড মন খারাপ...।
নিজের নোংরা জামাকাপড়গুলো বালতিতে জড়ো করে কাচতে শুরু করবে... দেখবে রাগ অনেকটা কমে গেছে...
ব্রেক আপের পরের একটা মাস জামাকাপড় কেচে কাটানোর পর মনে হল বাইশেপ্স অনেকটা বেড়েছে... আমি জিমে ভর্তি হলাম...
We, the cheap people of India...
২.. উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, একদিন শুনলাম শুভঙ্কর পালিয়ে বিয়ে করেছে, আমাদের ক্লাসের আরেকজন সহপাঠিনীকে নিয়ে... দুতিনদিন খোঁজাখুঁজির পর পাওয়া গেলে উভয় পরিবার ওদের মেনে নেয়... অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয়.... আমরা পাঁচজন বন্ধু নিমন্ত্রণ পাই... কুড়ি টাকা করে পাঁচজনে মোট একশো টাকা জমিয়ে ফুলের তোড়া কিনে নিমন্ত্রণ রক্ষা করতে যাই... মাটন চিবোতে চিবোতে আনন্দে হঠাত বলে ফেললাম কুড়ি টাকায় পুরো পয়সা উসুল!
পিছনে তাকিয়ে দেখি ভগবতীর বাবা (বান্ধবী >কনের বাবা)। জিজ্ঞেস করলেনঃ
- বাবা রান্না ভাল হয়েছে?
৩... My parents :My inspiration
গ্রামের দিকে বাড়ি, বাবাকে বেশ কিছু কারণে ব্যাকডেটেড মনে হয়... একদিন আমরা পরিবারের সবাই মিলে বিয়ের নিমন্ত্রণ খেতে যাচ্ছি... মা এর মত উপহার হিসেবে সাড়ি বা বালতি টাইপের কিছু একটা দেওয়া.... বাবার সেই পুরনো নিয়ম... মেয়ের বাবার হাতে টাকা গুঁজে দেওয়া... উপহার হিসেবে টাকা দেওয়াটা আমার চোখে খারাপ দেখায়...
বাবার উপর খুব রাগ হল, কারণ জানতে চাইলাম... বাবা খুব সাধারণ ভাষায় বুঝিয়ে দিলে আমরা যদি কোনও উপহার সামগ্রী দিই, সেগুলো কোনও কাজে লাগেনা... কপি.. পেস্ট আর ফরোয়ার্ডিং.... অথবা ও.এল.এক্স এ রিসেলিং...
টাকাটা দিলে কাজে লাগে... অন্ততপক্ষে ব্রাহ্মণের টাকাটা তো মেটানো যায়!
৪.... ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড...
লাইব্রেরীতে বসে... কোনও এক মেয়ে মুখের সামনে ফেলুদা সমগ্র নিয়ে বিড়বিড় করে পড়ছে... আমি বইএর উপরের কভার ছবিটা দেখে ভাবছিলাম, এটা কী সত্যজিৎ রায়ের নিজের আঁকা!
হঠাত পাশের একটি মেয়ে ফেলুদা পাঠরত মেয়েটিকে ডেকে বিড়বিড় করে বলে উঠল 'সামনের ছেলেটা তোর দিকে তাকিয়ে আছে' তোকে লাইন মারছে...
আমি না শুনার ভানে চুপচাপ বসে আছি... ফেলুদা মেয়েটি বই থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে উত্তর দিল 'চেহারা দেখ! পাটকাঠির মত.... হাওয়া দিলেই ভেঙে যাবে...'
আমি চুপচাপ ফেলুদার পিছু নিলাম... জিজ্ঞেস করলাম
- 'সাবজেক্ট কী?'
- ফিলজফি...
- বয়ফ্রেন্ড আছে?
- না ব্রেক আপ হয়ে গেছে।
- কী কারণে?
- একদিন ও আমায় বলে আমি নাকি দেড়ফুটিয়া! ভগবান তো আমাদের একেকজনকে একেকরকম বানিয়েছে..... তাই বলে....?
- হুমমম... তোমার বোধহয় ক্লাসের সময় হয়ে গেছে.....
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন