অ্যাকচুয়ালি আমরা ততটুকুই, যতটুকু আমরা ফেসবুকে শেয়ার করিনা...
আমরা শেয়ার করিনা 'কষ্টে আছি'... আমরা শেয়ার করিনা 'আজ চাকরিটা খোয়ালাম'.. আমরা শেয়ার করিনা 'ডীও নয় প্লিজ, স্যারের অনেক টিউশন ফীজ বাকি পড়ে আছে'..। আমরা শেয়ার করিনা 'ডাল-ভাত-আলুসেদ্ধ'... আমরা শেয়ার করিনা 'বাবার সঙ্গে ঝগড়াঝাঁটি, মায়ের সঙ্গে কথা কাটাকাটি '... আমরা শেয়ার করিনা 'অনেক ব্যর্থতা, একটা চাকরির বড্ড প্রয়োজন '... আমরা শেয়ার করিনা 'শহুরে সৌন্দর্য পেরিয়ে যখন গ্রামের মায়াবী বুকে নিজেদের পূর্ণরূপে সঁপে দিই...'।
আমরা শেয়ার করি 'ভাল আছি'... জাঁকাল রঙিন ছবি দেখিয়ে 'এই দেখ... আমরা কতটা সুখে আছি... স্বাচ্ছন্দ্য শরীরের প্রত্যেকটা লোমকূপে... ' তবু আমরা সুখে আছে... হ্যাঁ, আমরা সুখে আছি কৃত্রিম লাইক, কমেন্ট আর 'ফীলিং হ্যাপি'তে.....
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন