আজ কিংশুকের স্বপ্নপূরণ হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে পাশের বুড়োটার গালে জোরকরে চুমু খেয়ে আরেকটা মহাভুল কাজ করে ফেলেছে কিংশুক।
গত তিনবছর ধরে কিংশুক স্বপ্ন দেখে আসছে ও অলোকাকে বিয়ে করেছে, ফুলসজ্জার রাত্রে খাটের উপর বসে দুজন দুজনের দিকে চেয়ে বেদম হাসাহাসি করেছে। তারপর একসময় হাসতে হাসতে ক্লান্ত হয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে...। ধুতি, পাঞ্জাবি, মাথার টোপর না খুলেই ঘুমিয়ে পড়েছে... হাসির চক্করে ভুলেই গিয়েছে ফুলসজ্জার রাতে কি করতে হয়... তারপর ঘুম ভাঙতেই মন ভেঙে গিয়েছে কিংশুকের... সবটাই যে স্বপ্ন ছিল...!
না! আজ কিংশুক স্বপ্ন দেখেনি... অলোকাকে চুমুও খায়নি, প্রিয়ার দুধ... সরি... রণিতা বৌদির গাইগরু প্রিয়ার দুধ দোয়াতে গিয়েও তেমন কোনও দুর্ঘটনাও ঘটেনি... তবু আজ কিংশুকের খুব আনন্দ হচ্ছে... আনন্দে জামাপ্যান্ট খুলে নাচতে ইচ্ছে করছে কিংশুকের।
আজ মাঠে ক্রিকেট ম্যাচ ছিল। ক্যাচ মিশ করেছিল কিংশুক, মেয়েগুলো ফ্লাইং কিস ছোড়ার পরিবর্তে রেগে গিয়ে গোবর ছুড়ে মারবে এমন অবস্থা... তবু আজ কিংশুকের খুব আনন্দ হচ্ছে....
আনন্দের অবশ্য কিছু তাৎপর্য আছে... সাফল্যময় ক্রিকেটীয় জীবনে এই প্রথমবার ক্যাচ আউট হয়েছে কিংশুক। এর আগে কোনও ম্যাচে কেউ ক্যাচ আউট করতে পারেনি কিংশুককে... বাঁশের চোকলাময় চুলযুক্ত মালিঙ্গা কিংবা শিঙযুক্ত নারায়ণ... কেউ পারেনি... আজ......এই প্রথমবার প্রথম বলটা সরাসরি উইকেটে গিয়ে লাগেনি.... এই প্রথমবার কিংশুকের ব্যাট এ বল ঠেকেছে......।।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন