- হ্যাপি বার্থডে টু ইউ... দেখ!... তোমার জন্য কত্ত গিফট এনেছি!... শিট! মোবাইল টা অফিসে ফেলে এসেছি... কাল ছাড়া আর পাওয়া যাবেনা.... কত্ত কাজ ছিল... সিনিয়র ইগজেক্যুটিভ্ অফিসারকে একটা জরুরি মেল করার ছিল, একজন ফরেন ক্লাইন্টের সঙ্গে সিস্টেম সিকিউরিটির ব্যাপারে কথা বলতে হত... সব পন্ড হয়ে গেল... বাই দা ওয়ে... ম্যানি হেপি রিটার্নস অফ দা ডে...
- অনেকদিন ধরেই একটা কথা বলব ভাবছিলাম... বলা হয়ে ওঠেনি... প্রত্যেক মুহূর্তে তোমার ব্যস্ততা, জরুরি ফোনকল, অফিস... বস... ইমেইল... আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে... আমি কনসীভ করতে চাই... অফিস থেকে ফিরলে আমি তোমার দিকে একদৃষ্টে চেয়ে থাকি.. অথচ........ ।
বিশ্বাস কর, আমি সব সহ্য করতে পারি,কিন্তু তোমার এই ঘাড় গুঁজে মোবাইল নিয়ে পড়ে থাকা আমার জীবনকে বিষাক্ত করে তুলছে। আজ তোমার এই মোবাইল ফেলে আসাটাই আমার জন্মদিনের সেরা গিফট ছিল.... ... এন্ড থ্যাংকস আ লট ফর দ্যাট....
দাওনা....আজকের জন্য সমস্ত অ্যাংরি বার্ড আর ক্যান্ডি ক্রাশদের ছুটি....