#দশে_দিক

১.
কথা বলতে বলতে অনেককে ভাল লাগে সঞ্চারীর... প্রত্যেক বার... প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে কাউকে না কাউকে ভালবেসে ফেলে... অনেক পরে বোঝে সেগুলো শুধু ভাল লাগা ছিল...।

২..
অন্বেষা মেয়েদের দেখতে খুব পছন্দ করে। জিন্স-টপের মেয়েগুলো চুড়িদার পরা মেয়েদের থেকে বেশি সুন্দরী। ইচ্ছে হলেই চুপিচুপি ছবি তুলে নেয়। বাড়ি ফিরে সেগুলো এডিটিং করে আবার দেখে... সবাই ওকে আলাদা চোখে দেখে... লেসবিয়ান....
ওর ভাল লাগে....তাই দেখে....

৩...
বাপির জীবনের একমাত্র ইচ্ছে কম সুন্দরী মেয়ে বিয়ে করার। বৌ সুন্দরী হলেই বাড়ির ফাঁকফোকর দিয়ে পাড়ার ছেলেরা টুকি মারে।

৪....
মদনের হাতের কাজ ভাল, সেলুনে সর্বদা ভিড় থাকে। বিয়ে বা শ্রাদ্ধানুষ্ঠানে বেশি আয় তবু মদন যায় না। ওখানে সবাই 'নাপিত' বলে ডাকে; মদনের বুক ফাটে তবু মুখ ফোটে না।

৫.....
অমৃতার নিউ ইয়ার রেজল্যুশন অপরিচিত ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট না করার। হাইমেন ছিঁড়ে ব্লিডিং এর কথা মনে পড়লেই আঁতকে ওঠে।

৬......
কাকলি গ্রাম থেকে এসে স্কটিশে ভর্তি হয়েছে। ধীরে ধীরে বুঝতে পারে কলেজে তিন প্রকার ছাত্রছাত্রী পড়াশোনা করে..... পশ্চিমি...সৃজিত এবং দেব।

৭.......
রহিমের বাবার জীবনে বড় শখ ছিল একজন সৎ পুলিশ অফিসার হওয়ার। আজ.... দীর্ঘ অপেক্ষার পর যখন রহিম ডি.এস.পির পোশাক পরে বাড়িতে থেকে বেরোল... বাবার চোখে দু-একফোঁটা জল....
আনন্দাশ্রু.....।

৮........
সৌমেন ছোটবেলায় রসগোল্লা খেতে খুব পছন্দ করত। এমনও দিন গিয়েছে একটা মিষ্টি চারভাগ করে চারবেলা খেয়েছে। এখন আস্ত একটা মিষ্টির দোকান কিনে নেওয়ার ক্ষমতা হয়েছে...অথচ সুগারে ভোগে...মিষ্টি খাওয়া একদম বারণ।

৯.........
ডিসপেনসারি থেকে তিন লাখ টাকা চুরি করে রতন চম্পট দিয়েছিল তিন বছর আগে... মালিক খুঁজেও কোনও কিনারা করতে পারেনি। আজ ওষুধের দোকানের বাইরে রতন বসে.... জীবনে প্রতিষ্ঠিত হয়ে সুদসমেত টাকা ফেরত দিতে এসেছে।

১০..........
কফিহাউসের এক কোণে মোনালিসা বসে... সামনে ঋদ্ধি। কফিতে চুমুক দিতে দিতে মোনালিসা প্রেমের টার্মস এন্ড কন্ডিশন বলতে লাগলো.....
"সাধারণত এক মাসের বেশি আমার কোনও ছেলেকে ভাল লাগে না। এই এক মাস তুমি আমার প্রেমের চরমতম মুহূর্ত অনুভব করবে... তার পর আর ভাল না লাগলে..........

রাজি?

Sudip Sen
29 Dec