সৃষ্টিরা বিয়ারের বোতলে
বৃষ্টিরা বিড়ির ডগায়

খিস্তিরা ফাটা ঠোঁটে
ডিপ্রেশন! আমায় এত ভালোবাসিস?
প্রেম করতে শুধু আমায় জোটে?