আজ ইস্কুলে 'রেজাল' দিয়েচে। পিন্টুর 'বুন' 'পিয়াঙ্কা' ক্লাস সিক্সের পরীক্ষাতে পাস করতে না পেরে বাড়িতে কান্নাকাটি করচে। সারাটাদিন ঝোলঝাট্টি খেলে আর গামছা পরে পুকুরের সাদা হাঁস খেদিয়ে বেড়ায় বলে ওর মা আজ ওকে খেতে দেয়নি। কয়েক আটি খড় এনে ওর সামনে দিয়েচে... এরপর থেকে ও বাড়িতে গরুর ছানি কাটবে.......

পিন্টুর বুনের একটা খরগোস আছে। খরগোসটা উঠোনে বসে মিটিমিটি চোখে পিয়াঙ্কার মায়াভরা মুখটা দেখছে। এসময়ে খরগোসটা পিন্টুর বুনের সাথে কলপাড়ের ঘাস খেতে যায়। আজ পিন্টুর বুনের এই দুর্দশা দেখে খরগোসের চোখ দিয়ে জল বেরোচ্ছে... ও মানুষের পরিবর্তে আরেকটা জীবন খরগোস হতে রাজি.... কিন্তু পিন্টুর বুনের চোখের জল দেখতে নারাজ। হাতদুটো উঁচু করে ভগবানকে পাস করিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছে....