প্রেম...তুমি খুব সহজ....
আমি জটিল পৌনঃপুনিক।
একদিক সিঁড়িভেঙ্গে পৌঁছে যাব..
দেখো...তোমায় জয় করব..
তুমি ছাড়া আমি বাঁচি, আমি ছাড়া তুমি।
একদিনের জন্যে একলা রাত হতে পারো..?
বিষাদসিন্ধুতে নীরব সঙ্গীত।
প্রেমিকা! আমি তোমাতে অনার্স...
ঠোঁটের নীচে তিল, চোখে কাজল, আর
চুলের এক ইঞ্চি অন্তর তিনটে সাদা ক্লিপ।
কখনো দেখেছো একলা আকাশ?
কখনওবা একলা চাঁদ?
হারিয়ে গিয়েছে তারা... শত প্রেমিকার ভিড়ে।
Sudip Sen
19 Dec
আমি জটিল পৌনঃপুনিক।
একদিক সিঁড়িভেঙ্গে পৌঁছে যাব..
দেখো...তোমায় জয় করব..
তুমি ছাড়া আমি বাঁচি, আমি ছাড়া তুমি।
একদিনের জন্যে একলা রাত হতে পারো..?
বিষাদসিন্ধুতে নীরব সঙ্গীত।
প্রেমিকা! আমি তোমাতে অনার্স...
ঠোঁটের নীচে তিল, চোখে কাজল, আর
চুলের এক ইঞ্চি অন্তর তিনটে সাদা ক্লিপ।
কখনো দেখেছো একলা আকাশ?
কখনওবা একলা চাঁদ?
হারিয়ে গিয়েছে তারা... শত প্রেমিকার ভিড়ে।
Sudip Sen
19 Dec
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন