আজ... এই মুহূর্তে... কাউকে যদি তোমার খুব ভাল লাগে... যদি মনে হয় সারাটা রাত কথা বলার জন্য খুব কম সময়... প্লিজ.. সময়টাকে উপভোগ করো....

এখন, এই সময়ে... নিজেকে যদি খুব খুশি মনে হয়, মনে হয় কিচ্ছু নেই... অথচ চারিদিক সুখের চাদরে মোড়া....  সুখের মধ্যে অহেতুক দুঃখ এনে মনের শান্তি নষ্ট করোনা....  প্লিজ... সময়টাকে উপভোগ করো....

মনের ইচ্ছেগুলো কখনও এক জায়গাতে জড় করোনা...  একটুএকটু করে ওদের মুক্ত করো...

ছবি তোল... অনেক অনেক ছবি তোল... ছবি শুধুমাত্র  নিজেকে সুন্দর দেখানোর জন্য নয়, ছবি তোমাকে একটা নির্দিষ্ট সময়ে ফিরিয়ে নিয়ে যায়.... ছবিতে অনেক অনেক সুখানুভূতি লুকিয়ে থাকে.... প্রত্যেকটা ছবির একটা গল্প থাকে.... কখনও নিজের মধ্যে মন খারাপের মেঘ ঘনালে, পুরনো ছবি দেখ.... ইন্সট্যান্টলি একটা এনার্জি তৈরি হবে নিজের মধ্যে, ভাল লাগা কাজ করবে....

পৃথিবীটা অনেক বড়.... আকাশটাও.... নিজেকে কখনও ক্ষুদ্র ভেবোনা... অন্যের সফলতায় খুশি হও... নিজের মনকে আকাশের মত বিস্তৃত কর....

অনেক সময় আমরা ক্ষুদ্র স্বার্থের কথা ভাবি... অনেকসময় ছোটখাটো বিষয় নিয়েও আপোষ করতে পারিনা। কিন্তু একটি বিষয় লক্ষ্য করে দেখবে, আমাদের সকলের সার্কেল এ এমন একজন আছে যাকে সকলেই পছন্দ করে, একটু আলাদা চোখে দেখে... শ্রদ্ধা করে...। আসলে এটা দুটো বিষয় প্রমাণ করে... সে আমাদের মত সাধারণ মানুষের থেকে একটু উপরে.... আর.... মানুষ এখনও সততা, মহত্ত্ব...  এগুলোর দাম দেয়....

প্রত্যেকটা মানুষের জীবনে চাহিদা থাকা উচিত...  বোঝা উচিত 'অভাব' কী... অভাব মানুষকে বড় হতে শেখায়... জিনিসের গুরুত্ব বুঝতে শেখায়....

নিজের নেওয়া কোনও সিদ্ধান্তের জন্য কখনও অনুশোচনা করোনা.... অনুশোচনার ওপারে শুধুমাত্র এক বিষাদময় আকাশ। নিজেকে তো পছন্দ কর! নিজেকে পছন্দ করলে নিজের সিদ্ধান্তকে কীভাবে অপছন্দ করতে পারো... তুমি কি নিজেকেও ভালোবাসো না???

যতটাই খারাপ পর্যায়েই একটা সম্পর্কে যাক... কখনও অশ্রদ্ধা করোনা.... ভালোবাসা একটা অসাধারণ অনুভূতি... নিজের মনকে দৃঢ় করো.... প্রয়োজনে ক্ষমা করে তাকে মুক্তি দাও....