আমার এক বন্ধু ছিল বুঝলি, প্রতিবছর পুজোতে মদ খেয়ে কাওতালি করত। মাতলামি করার থেকেও বেশি কাঁদত। পুজোতে মদ খাওয়ার পর সারাজীবনের দুঃখকষ্ট ওর ওই দিনটাই মনে পড়ত, গতবারের আগের বছর ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়, সেবার সাংঘাতিক কেঁদেছিল, হাউহাউ করে কান্না।
পরিণত বয়সে এমন কান্না সচরাচর চোখে পড়েনা।
গতবছর ও কলকাতা পুলিশের চাকরি পায়। চাকরি পাওয়ার পর ওকে পুজোতে আর মদ খেতে দেখিনা। সবসময় যেন একটা অজানা আতঙ্কে থাকে। এই বুঝি বিয়ে করতে হয়! এই বুঝি বাচ্চা পয়দা করতে হয়! মুখে সচরাচর হাসি দেখা যায়না, কারও সাথে মিশতেও দেখা যায়না। চাকরি পাবার পর কেমন যেন জীবনের সব সুখ নষ্ট হয়ে গিয়েছে।
গল্পটা কেন বললাম?
আমার মত তোরাও যারা মাঝেমধ্যে নিরাপত্তাহীনতাই ভুগিস তাদের বলছি, নিরাপত্তা আর নিরাপত্তাহীনতা দুটোই সাংঘাতিক খারাপ জিনিস। যত ভাববি, তত ভাবাবে। তাই কর্মে বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যা, তারপর যা হবে দেখে নেব।
পরিণত বয়সে এমন কান্না সচরাচর চোখে পড়েনা।
গতবছর ও কলকাতা পুলিশের চাকরি পায়। চাকরি পাওয়ার পর ওকে পুজোতে আর মদ খেতে দেখিনা। সবসময় যেন একটা অজানা আতঙ্কে থাকে। এই বুঝি বিয়ে করতে হয়! এই বুঝি বাচ্চা পয়দা করতে হয়! মুখে সচরাচর হাসি দেখা যায়না, কারও সাথে মিশতেও দেখা যায়না। চাকরি পাবার পর কেমন যেন জীবনের সব সুখ নষ্ট হয়ে গিয়েছে।
গল্পটা কেন বললাম?
আমার মত তোরাও যারা মাঝেমধ্যে নিরাপত্তাহীনতাই ভুগিস তাদের বলছি, নিরাপত্তা আর নিরাপত্তাহীনতা দুটোই সাংঘাতিক খারাপ জিনিস। যত ভাববি, তত ভাবাবে। তাই কর্মে বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যা, তারপর যা হবে দেখে নেব।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন