- শ্যাম্পু করলেই নাকি তোমার চুল পড়ছে?
- এই শয়তান! তুই আবার আমাকে জ্বালাতন করতে এসেছিস?
- না। সত্যি বলছি। আমার মোবাইলের দিব্যি। ভগবান শ্রীকৃষ্ণ ফোন করেছিল আমায়। আমি যদি মিথ্যে বলে থাকি, এই মুহূর্তে আমার মোবাইল ভেঙে দু-টুকরো হয়ে যাবে...
- তুমি আবার আমার সঙ্গে কথা বলছ? বারণ করেছিলাম... কেন নিজের সময় নষ্ট করছ?
- বিয়ে করছি... জুন মাসের চার তারিখে... তোমায় নিমন্ত্রণ করব বলে মেসেজ করেছিলাম... বিয়ের রাতে আমার বাড়িতে আইসক্রিম খেতে আসবে... সপরিবারে.... আমি চাই দু-চারজন মহান মানুষ আমার বাড়িতে আসুক... ভেবে দেখলাম এই মহান মানুষের দলে তুমি আছ... কারণ সারাজীবন যারা আমায় পাত্তা দেয়না... যাদের পিছনে ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে যায় তারাই মহান... তুমি ফ্লোরেন্স নাইটিংগেল... দা লেডি উইথ দা ল্যাম্প... এর বাংলা মানে কি জানো? লন্ঠন হাতে মহিলা... লন্ঠন মানে কি জানো? লম্ফ। তোমার হাতে কি এখন কোনও লম্ফ আছে?
- তুমি বিয়ে করছ? অরুণও বিয়ে করছে....
- বাহ্! খুব খুশি হলাম শুনে... অরুণ কুমার একজন মহান অভিনেতা... উনার বাবা উত্তম কুমার তো আরও বড় অভিনেতা ছিলেন... তুমি কিন্তু আমাকে কমা ভেবোনা... আমিও একসময় মহানায়ক ছিলাম... অনেক নায়িকা আমার পিছন পিছন ঘুরে বেড়াত... সেসময় তো আর টিভি আবিষ্কার হয়নি... তাই আমায় টিভিতে দেখতে পেত না কেউ.... অরুণ কুমারের বিয়ে হলে আমার মাথা থেকে একটা বড় ঝামেলা সড়ে যাবে.... অরুণ কুমারকে আমার একদম সহ্য হয়না। তুমি ওকে পছন্দ করতে, তাই একদিন ওর ছবি দেখেছিলাম। ওর ছবি দেখেই আমার চোখ খারাপ হয়ে গিয়েছে... এখন আর বেশি সময় আমি মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারিনা, চোখে ঝাপসা দেখি... সানগ্লাস পরে পড়াশোনা করি, রাত্রে সানগ্লাস লাগিয়ে ফেসবুক করি.... তুমি বিয়ে করবে কবে?
- এখন এসব ভাবার সময় নেই।
- ভাবতে হবে। সময় থাকেনা, সময় বের করে নিতে হয়। আমার খিদে পেয়েছে, মা খেতে দেয়নি সকাল থেকে... তুমি এখনই বিয়ে কর, আমি তোমার বিয়ের ভোজ খেতে যাব....
- জল খা শয়তান....
- জল নেই... কেরোসিন তেল আছে। কেরোসিন তেল খেলে পেটের ভিতর আগুন ধরে যাবে, সেই আগুন বুকে লাগলে সাংঘাতিক ব্যাপার... আমি কোনও গ্রীষ্মের দুপুরে পুড়ে ছাই হয়ে যাব.... তুমি টেরও পাবেনা... কোনও এক বর্ষার বৃষ্টিতে ভিজতে গিয়ে আমার কথা মনে পড়লে দেখবে কোত্থাও আমি নেই...
- বাহ্! খুব সুন্দর লাইন! কে লিখেছে? শেক্সপিয়ার?
কথোপকথন....
Tags
কথোপকথন
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন