দুদিনে প্রেম, তিনদিনে একসাথে থাকার স্বপ্ন, চারদিনের মাথায় ছোট বাচ্চা দেখলে আদর করার অদম্য ইচ্ছে যখন অজানা কারণে মুহূর্তের মধ্যে ভেঙে যায়.....ভালোলাগ
া স্বপ্নগুলো নির্ভয়ে দুহাত ছেড়ে আকাশের সাথে মিলিয়ে দিতে যখন আমরা বাধ্য হই.... যখন অপরিচিত অটোযাত্রীর কণ্ঠস্বর পরিচিত কারও কথা খুবখুব করে মনে করিয়ে দেয়.... যখন প্লে-লিস্টের গান গুলো বারবার খালি গলায় শুনতে ইচ্ছে করে.... তখন একটা কথাই মনে আসে.... ভগবান আমায় ব্যস্ততা দাও... আরও ব্যস্ততা... মৌমাছির মত ব্যস্ততা... লাল পিঁপড়ের মত ব্যস্ততা....
এমন ব্যস্ততা যেন কোনও অযাচিত ভাবনা মাথায় না জড় হয়...নিজেকে নিজের থেকে বাসের অপ্রয়োজনীয় টিকিটের মত জানালা দিয়ে অনেক দূরে ছুড়ে ফেলতে পারি... সময় যেন বুলেট ট্রেনের মত ছোটে... আর আমি ফ্রায়েড রাইস, চিলিচিকেনের পরিবর্তে হাতে চিড়ে ভাজার প্যাকেট নিয়ে রাতের শেষ ট্রেনে ঘরে ফিরতে পারি.......
N.B : The last line is about what's happening right now, rest are imaginative production.....
# Life_in_the_fast_lane