- কেন? আমি শুধু জানতে চাই কেন আপনি অযথায় আমার পিছনে লেগেছেন....?
- আপনি বড্ড বেশি সুন্দরী... আর তার থেকেও সুন্দর আপনার গুছিয়ে কথা বলার ক্ষমতা... আপনার পোশাক পছন্দের তারিফ না করে আর পারছিনা। আপনার কানের দুল টা দেখলাম... অসাধারণ! নিশ্চয় কোনও উপজাতি অধ্যুষিত এলাকা থেকে কেনা! গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটাচ্ছেন... আমার আপনাকে ভাল লাগে... খুব শীঘ্র হলেও আমি বলতে বাধ্য হচ্ছি এই মুহূর্তে আমার কল্পনার সারা পৃথিবীটা জুড়ে শুধু আপনিই অবস্থান করছেন....
- সেই সন্ধে থেকে শুরু করেছেন.. এখন প্রায় রাত এগারোটা বাজতে চললো... প্লিজ... এবার আপনার হাত থেকে রেহাই দিন... এই বিয়েবাড়িটা আমার ডায়েরিতে একটি জঘন্যতম অভিজ্ঞতা লিখতে বাধ্য করবেন না... প্লিজ....
- আচ্ছা! আপনার কী ভাবতে ভাল লাগেনা? ভাল লাগেনা কারও ভাবনার কেন্দ্রবিন্দুতে আপনি! কেউ আপনাকে এতটা পছন্দ করে! কেউ আপনার প্রতি এতটাই মুগ্ধ যে আপনার জন্য সবকিছু করতে পারে! আপনার জন্য গভীর রাতে মাউথ অরগ্যানে বিষাদের সুর তুলতে পারে...! বাকি জীবনটা দুঃখবিলাসি হয়ে কাটিয়ে দিতে পারে...!
- দেখুন! আপনাকে যথেষ্ট ভদ্রলোক বলেই মনে হচ্ছে... এমন কিছু বলতে বাধ্য করবেননা, যাতে আমাদের উভয়েরই খারাপ লাগে... পরবর্তীকালে গিল্টি ফীল হয়...
- কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি... আপনাকে ছাড়া বাঁচবো না... আমার রক্তে রক্তে... শিরা - ধমনি -উপশিরা... সব জায়গাতে শুধুই আপনি....
- আপনি চুপ করবেন প্লিজ... এরপরেও কিছু বললে আমার হার্ট অ্যাটাক হওয়ার প্রবল সম্ভাবনা রয়ে যাবে... আর আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন...
- থ্যঙ্ক ইউ ম্যাডাম....
- কিন্তু কেন?
- আমরা একটা সিক্রেট সার্ভে করছিলাম... রিসার্চ বলা যেতে পারে... আজ আমরা দেখছিলাম বিয়েবাড়িতে শুধুমাত্র সুন্দরী মেয়ে দেখতে গিয়ে অথবা নিজের প্রতি তাদের আকৃষ্ট করে কিংবা প্রেম নিবেদন করার সময়টুকুতে আমরা কী সত্যিই কোনও ভাল বন্ধু মিস করি! এই অপচয়ের সময়টুকুতে সোশ্যাল গ্যাদারিং এ আমরা শুধুমাত্র মেয়েদের গুরুত্ব না দিয়ে নারীপুরুষ নির্বিশেষে কোনও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারি? ওই দেখুন আমার বন্ধু অর্ণব কত স্বাচ্ছন্দ্যে একজন অপরিচিত লোকের সঙ্গে কথা বলছে..... আর আমি!