- কোথায় তুমি?
- এই ফিরলাম। বাথরুমে... পুরো হলুদ... ইয়োলো ইয়োলো ডার্টি ফেলো...
- শরীর ঠিক আছে?
- না... বমি হয়েছে... সঙ্গে রক্তও বেরিয়েছে...
- ফেরার সময় খেয়েছিলে কিছু?
- হুমমম। আজেবাজে খাবার।
- কতবার এই গরমে উল্টোপাল্টা খেতে বারণ করেছি, তুমি একদম আমার কথা শোনো না। ব্রেড নাও, সাথে কলা... একটু ঠান্ডা জল খাও... টক দই খেতে পারো। একটু নুনজল খাও, সঙ্গে লেবু আর চিনি মিশিয়ে নিতে পারো, ভাল লাগবে....।
- এখন ভাল লাগছে না। মাথা যন্ত্রণা করছে।
- আচ্ছা তোমার যে ঠোঁটে কামড় লেগেছিল আর খেতে গেলে জ্বালা করছিল, ওটা কী ঠিক হয়েছে?
- না। জিভ বারবার ওখানেই চলে যাচ্ছে আর একটা তড়াক করা যন্ত্রণা....
- জামাপ্যান্ট চেঞ্জ করেছো তো?
- না, এই ঘরে এলাম। জিন্স পরে শুয়ে আছি, টি-শার্ট টাও খোলা হয়নি...
- ইশ! তোমার গায়ে কী বিশ্রী গন্ধ.....
- সে হোক... কিন্তু তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে..... এখন বলতে ইচ্ছে করছেনা, তবু এই মুহূর্তেই আমি বলতে চাই....
- থাক না! ইচ্ছে না করলে পরে বোলো...
- না না... পরে বড্ড দেরি হয়ে যাবে... শোনো আমার তোমার সঙ্গে কথা বলতে আর ভাল লাগছে না... আমার মনে হয় খুব দ্রুত আমাদের কথা বলা বন্ধ করা উচিত....
- কেন?
- আমার মনে হয় তুমি খুব বেশি কেয়ারিং আর গভীর ভালোবাসাতে বিশ্বাস কর। আমার আবার বেশি ভালোবাসা সয়না....
** দিব্যি লিখছিলাম... বেশ চলছিল প্যানপ্যানানি প্রেমের গল্প। হঠাত মনে হল কীসব আবোলতাবোল ভাট বকছি...!
দেশের একই অবস্থা... আমরা, বিশেষ করে আমাদের এই জেনারেশনের নব্বই শতাংশ মানুষ মনে করে রাজনীতি নিয়ে ভাবা মানে বৃথা সময় অপচয় করা, বরং নিজের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড অথবা নিজের একাকীত্ব ভেবে সময় কাটানো শ্রেয়.... সত্যিই তাই... তবে দেশ নিয়ে ভাবাটা একজন স্বাধীন নাগরিকের কর্তব্য বলে আমার মনে হয়...
দেশ, রাজনীতি এবং গণতন্ত্র পারস্পরিক সম্পর্কযুক্ত। দেশ নিয়ে ভাবলে রাজনীতি আসবেই... আর রাজনীতি মানেই পক্ষপাতিত্ব, অর্থাৎ কোনও একটি পার্টিকুলার দলের সমর্থন আপনাকে করতে হবেই.... নিরপেক্ষ থাকা চলবেনা....
আপনি যদি ভেবে থাকেন এগুলি আমার মত, মোটেই তা নয়... বরং আমার মনে হয় পক্ষপাতহীন অর্থাৎ নিরপেক্ষ থাকা শ্রেয়... তাতে জে.এন.ইউ কান্ডের সমালোচনা করা যতটা সহজ ততটাই সহজ নরেন্দ্র মোদির মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স অথবা সারা ভারতব্যাপী বৈদ্যুতীকরণের প্রচেষ্টার প্রশংসা করা... আকস্মিকভাবে ফ্লাইওভার ভেঙে পড়াকে কেন্দ্র করে রাজ্যের পরিকাঠামোগত ত্রুটি খোঁজা অথবা কন্যাশ্রীর মত প্রকল্প গুলিকে সমর্থন করা সহজ... কিংবা ধরুন ফুড সিকিউরিটি অ্যাক্ট... একটু গ্রামের দিকে এলেই প্রত্যক্ষ করা যায় অনেক মানুষের এখনও ভাতের অভাব.... তবে সেই চাল বা গম কতটা খাওয়ার যোগ্য সেটাও প্রশ্নের.....
- বুঝলে! আমি তোমার টাইপের নয়... আর আমরা এখনও খুব বেশি সময় কাটাইনি যে ঘনঘন মনে পড়বে.... তুমি ভাল থেকো... আমি বরং ফেরেলের সূত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি....
- হুমমম... তা ঠিক আছে... কিন্তু এর পর তুমি যদি কিছু লেখো আর সে লেখা মারাত্মক খারাপ হয়... তার দায় কিন্তু আমি নিতে পারব না.....
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন