- তুমি মরে যাও...
- কীভাবে মরবো?
- বিষ খাও... ঘরে কোনও কীটনাশক নেই?
- না... বিষ কেনার মত পয়সাও নেই।
- তাহলে গলায় দড়ি লাগিয়ে পাশের আম গাছে ঝুলে পড়ো...  কাল সাংবাদিকরা এসে তোমার ছবি তুলবে, সেই খবর মন্ত্রী লেভেলে পৌঁছলে যা টাকা পাবে তাতে বোধহয় তোমার বৌ-ছেলের দিব্যি চলে যাবে...
- দড়ি একটা আছে বটে, তবে ছাগলের গলায় দীর্ঘদিন ধরে বাঁধা। ওই দড়ি গলায় নিয়ে ঝুললে মরার চান্স কম....
- তোমার জীবন বীমা করা আছে?
- তা আছে... ম্যাচিউরিটি হয়নি... তবে এখন মরলেও মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে...
- তাহলে আবার কী! এই তো সুবর্ণ সুযোগ...  আর হাত ছাড়া কোরো না...
- কিন্তু মরব কীভাবে? 
- দাঁড়াও...  একটু ভেবে নিই... তুমি সিওর তো তোমার মৃত্যুর পর যা টাকা পাবে তাতে তোমার সংসার ভাল ভাবে চলে যাবে....
- সে এক প্রকার নিশ্চিত...
- ট্রেন ঢুকছে...  ওই আওয়াজ শোনা যাচ্ছে...  সাবধান লাল গামছা একদম নেবে না... ওটা তোমার জমিতে রেখে যাও... ও! আরেকটা কথা... মৃত্যুর পর যমরাজ কে তো জবাবদিহি করতে হবে!... কী বলবে?
- গত কয়েকমাস ধরে পেঁয়াজ চাষ করলাম, এই গরমের মধ্যে সেই পেঁয়াজ তুলে বাজারে সাত টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। জীবিত অবস্থায় তো আর বৌ-ছেলেকে খাইয়ে যেতে পারলাম না... তাই.....
- লাইট... ক্যামেরা... অ্যাকশন্....