যখন হাতে টাকাপয়সা থাকে, আমি দুপাঁচশো টাকাকে টাকা বলে মনে করিনা। মনে হয় টাকা খোলাং কুঁচি, রাস্তাঘাটে হামেশাই কুড়িয়ে পাওয়া যায়... কাছে টাকা থাকলে একরকম অস্বস্তি লাগে,মনে হয় কতক্ষণে খরচ করব..?
টাকা থাকলে গোল্ড ফ্লেক কিংস কে চারমিনার মনে হয়। অনিচ্ছাসত্ত্বেও দইফুচকা খেতে ইচ্ছে হয়। ট্রেনের দুএকটা স্টেশনে যাতায়াত করার জন্য টিকিট কাটার প্রয়োজনীয়তা পড়ে, অনলাইন শপিং সাইট গুলোর লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড দেখে কার্টে ব্র্যান্ডেড
পোশাক অ্যাড করার মজাই আলাদা...
মাঝেমধ্যে মনে হয় বেশ তো থ্রিজির অভিজ্ঞতা হল, এবার ফোরজি ব্যবহার করব... ক্রেডিট কার্ড থাকলে ম্যাকবুক বা আইফোন সিক্স... আহ্! ভেবেই শান্তি....
বাবার কাছে বেশ কিছু টাকা ধার নিয়েছিলাম, কথা ছিল সরস্বতী পূজোর দিন ফেরত দেওয়ার... যাইহোক দেওয়া হয়নি... 'ঋণ নেওয়া বড় দোষ, পরে হয় আফসোস '।
- তা, সরস্বতী পূজো তো অনেক দিন পেরিয়ে গিয়েছে।
- হুমম... তোমার টাকা লাগবে নাকি?
- লাগবে না...
- তাহলে আবার কি! আমার কাছে আছে তো ভালোই, নিলেই তো তোমার খরচ হয়ে যাবে.. টাকা থাকলে তোমার একটা ভরসা থাকবে, তুমি চাইতে পারবে মাঝেমধ্যে... শোধ করলেই তো শোধ....
না, মানে টাকা থাকলে খোলাং কুঁচি মনে হয়, আর না থাকলে মনে হয়, ইশ! এক টাকাও নেই! একটা পাল্স কিনে খেতে পারবোনা! এইতো! একজন কাকু যাচ্ছে রাস্তা দিয়ে.... একটা বিড়ি চাইব???