অনেকসময় এই পৃথিবীতে নিজের অবস্থান বোঝা যায়না। মনে হয় আমি আকাশের মাঝখানটাতে আটকে পড়েছি... কোনও কূল কিনারা খুঁজে পাওয়া যায়না...।  সত্যিই তো! এত বড় আকাশটাতে আমি এক স্বাধীনচেতা ক্ষুদ্র জোনাকি....।

খুব মন খারাপ প্রকাশের মাধ্যমগুলো ভিন্ন। প্রথমে একটা পেন, তার নীচে সাদা খাতা নিয়ে অনবরত গোল করলে যা সৃষ্টি হয়... তারই নাম মন খারাপ... কিংবা...
আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা নিয়ে বারংবার নিজের দিকে তাকিয়ে বিকৃত করে ভ্যাঙালে... যতটা সম্ভব নিজেকে কুৎসিত দেখাতে পারলে তবেই প্রমাণিত হয়.... চরমতম মন খারাপ।

তারপরেও দু-এক পা হাঁটতে হয়... হৃদয়ের যতটুকে সঙ্কোচন প্রসারণ বাকি থাকে তা দিয়েই রবার্ট ব্রুসকে মাঁঝি... দা মাউন্টেন ম্যান হয়ে উঠতে হয়....। জীবনে শ্বাসকষ্ট আছে, একসময় মনে হয় বায়ুর সমস্ত অক্সিজেন কার্বন-ডাই-অক্সাইডে পরিণত হলে মন্দ হয়না...

এরপর ঘর থেকে বেরোনোর পালা... বদ্ধ জীবনে মুক্তির স্বাদ...  তারপর মেঘ করে... পূবের স্নিগ্ধ হাওয়া সামনের চুল পিছনে উড়িয়ে নিয়ে যায়.... সেই হাওয়াই তোমার গন্ধ আর অদূরের আকাশে দাবানলের প্রতিচ্ছবি......

Sudip Sen
19.03