প্রেমে পড়লে পেট ডাকে, নাক দিয়ে পোঁটা বেরোয়, না বেরোলে শুখিয়ে নাকের লোমের সঙ্গে আঠালু পোকার মত লেগে থাকে; বগলের দুর্গন্ধ বাড়ে।
প্রেমে পড়লে ঘনঘন গোঁফদাড়ি বেরোয়, গুগল সার্চ করে হেয়ার স্টাইল বের করে সেলুনে দেখাতে হয়, প্রেমে পড়লে পরপর পাঁচদিন স্নান না করে থাকা যায়না।
ডিম কে আমি ভালোবাসি তারমানে মাছের দিকে তাকানো যাবেনা, তা মোটেই না.. তবে প্রেমের সংবিধানের প্রস্তাবনায় এমনই সব কথা লেখা আছে। প্রেম করলে পান খাওয়া যায়না, চুল লাল করা যায়না...তারপর মুখে বিড়ি, গুটকা, খৈনি নিলে প্রেমিকা বিহারি বলে... রেসিজম!
প্রেম করলে ঘনঘন জ্বর আসে, মনেমনে মন খারাপ হয়, প্রত্যাশার পারদ হঠাৎ হঠাৎ বাড়াকমা করে...
খুব জ্বর এলে অনিচ্ছা সত্ত্বেও বৃষ্টিতে ভিজতে হয়, ঠান্ডা লাগলেও শীতঋতুতে আইসক্রিম খেতে হয়...।
এই সমস্ত কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করার পর আমার এই প্রেমে না পড়ার সংকল্পবদ্ধতা।
হ্যাঁ দাদা, এবার বলো... তোমার আঙুর ফলের কী দর?
কী বললে! এত দাম! টক টক... তোমার আঙুর টক।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন