বিকেলবেলা ফুরিয়ে গেলে কাছে না থেকেও তুমি মিথ্যে বলো.... পাশে আছি....।
দেড়টাকার মুড়ির সাথে দু'টাকার চপ মেখে কাঁচা লঙ্কা দিয়ে চিবোলে মনে পড়ে....তোমার গায়ের রঙ কালো.... তখন ঠাকুমা শাঁখ বাজায়.... জানো! শাঁখের আওয়াজে সন্ধ্যের ভাইরাসও ভীত হয়... আমি এক অভাগা দেশের হাতকাটা জগন্নাথ... তুমি যেমন তোমার কাছে আমার অস্তিত্ব নিয়ে বিভ্রান্ত, দেশটাও তেমন; কৃষি না শিল্প!
মাঝেমধ্যে ঈশ্বর আমার কাছে ভ্রান্তরূপে প্রতিয়মান হন... তবু চুপিসারে প্রার্থনা সেরে ফেলি... পরের জন্মে আমার জীবনে কালো মেয়ের সাদাকালো ভালোবাসার নিশ্চিতকরণ..
তামাক ক্যান্সারের কারণ... আর কেউ কেউ বেঁচে থাকার...।

Sudip Sen
March 12