#ছড়ানো_ছিটানো_উঠোন
যেকোনো সম্পর্ক একটা সময় থেমে যায়, তখন আর ঋতু পরিবর্তনের প্রয়োজন হয়না.... কথাগুলো শীতঘুম দেয়.... চোখ ঢলে আসে... নিজেকে ক্লান্ত মনে হয়.....
প্রেমের সহজপাঠ সোজা, 'অ আ' 'ই ঈ' 'উ ঊ' আধোআধো উচ্চারণে বলে দেওয়া যায়। তারপর একসময়, 'ঋ' কার যোগে শব্দ আসে... "ভৃগুর দাদু নৃপেন বাবু, তিনি সোজা কথা কঠিন করে বলেন"।
বিপত্তি বাড়ে যখন 'ঙ্গ' দিয়ে শব্দ পড়তে হয়... "ভুজঙ্গ গাঙ্গুলি থাকেন জঙ্গিপুরে"।
তারপর 'ণত্ববিধান ষত্ববিধান' 'উপসর্গ অনুসর্গ' 'সমাস প্রত্যয়ের ভারে ভারাক্রান্ত হয়ে নিজেকে হাল ছাড়া নাবিক মনে হয়। একটা সময় মনে হয় এ পৃথিবীর কেউ কারো না... তবে কেন এ বৃথা মায়া? একদিন আমিও ধূলিঝড়ে আকাশের সাথে মিশে যাব....
বৃহত্তর অর্থে ভালোবাসা বোঝালে একথা স্পষ্ট আমরা সবাই ভালোবাসতে জানিনা। ক'জন ভাই তার বোনের সঙ্গে ঝগড়া করে? রেগে গেলে মায়ের মুখের উপর গালি দেয়? বাবার কাছে আবদার করে কিছু চাওয়ার অবকাশ নেই এখন, মাসি পিসির কাছে আমি বড় ইমব্যারেসিং, কথা বলতেই লজ্জা করে; ঘনঘন বিরক্তিকর লা বিউ শোনার চেয়ে হোয়াট্সঅ্যাপের টুকরো মেসেজ... ' বুঝলে, আমাদের কম্প্যাটিবিলিটি ম্যাচ করছেনা ' তারপর আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি।
ভারত স্বাধীন করার মত কঠিন কাজ আমাদের হাতে নেই, তাই গ্যাস্ট্রিক, কনস্টিপেশন লেগেই আছে...। আর তাছাড়াও ঐচ্ছিক বিষয়ের ছড়াছড়ি..
তাই এই বিশ্বায়নের যুগে সমস্তরকম সামরিক পরিকল্পনা এবং নিউক্লিয় চুক্তি অবমাননা করে কেউ যদি রাস্তার শুয়ে কান্না করা ছেলেটাকে কোলে তুলে দুটো চকলেট কিনে দেয়... অবাক হই... জীবনের এত চালিকাশক্তি এরা পায় কোথায়? আমার তো আজ ব্রেক আপ.... রাত্রে ক্যাপ্টেন খেয়ে মুখ থুবড়ে পড়ে থাকব। 'আমাকে আমার মত থাকতে দাও'... আমি তামাক নিজের মত সাজিয়ে নিয়েছি, গ্যাঁজা ছিলোনা ছিলোনা তবে না পাওয়াই থাক, কী বললে? মদ খেলে নষ্ট জীবন?
এই সমস্ত বিধান শোভা, লোক শোভার কথা ভাবতে ভাবতেই আবার হোয়াট্সঅ্যাপে মেসেজ আসে....
- এই কুত্তা! কী করিস?
সত্যি! সবাই ভালোবাসতে জানেনা... আবার কখনও কখনও ভগবান কোটিকোটি লোকের স্নেহ ভালোবাসা, মায়া মমতা, ভক্তি শ্রদ্ধা একজনের কাঁধে সমর্পণ করে... এদের দেখলে আমার বড় হিংসে হয়... ইশ! যদি এমন হতে পারতাম....
Sudip Sen
10th March
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন