প্রেমে পড়লে মনে হয় কেউ আমায় আন্দামানের সেন্ট্রাল জেলে ছেড়ে দিয়েছে.... আমার সামনে বড়বড় প্রাচীর... এই সমস্ত বাধা পেরিয়ে রহস্যময় পৃথিবীর
রহস্যান্মোচন অধরা থেকে যাবে....।
মনটা সেনসেক্স... যখনতখন আপ-ডাউন করে। আগ্রহ, আসক্তি বা অনুরাগ ক্ষণস্থায়ী জীবনের সব কিছুই সীমিত।
প্রেমের আপেক্ষিকতাবাদ বোঝা কঠিন, তবে একবেলা পেটভরে গরম ভাত খেলে বিলাসিতা ভুলে মৌলিক চাহিদাদের বাঁচিয়ে রেখে, জীবন কাটাতে ভাল লাগে....জীবন তো কঠিন দর্শনের থিওরি নয়... এটা প্র্যাকটিকাল, এক্সপেরিমেন্টাল....
বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে মন মোনোটোনাস... নিজস্ব কোনও গতিও নেই... এর পরেও কেউ মনের একশো শতাংশ দিলে, তার প্রতি করুণা হয়... ইশ! কি বোকা! এতো আদ্দিকালের বদ্যিবুড়ি!
আমরা বিভ্রান্ত আত্মা... স্বাভাবিক.. আমাদের বিষেও ভেজাল... তাই কেউ ভালোবাসতে চায়লে তার থেকে বেশি আনন্দিত হই নতুন কেনা ইলেকট্রনিকস গ্যাজেট্স এ....
কাউকে নিয়ে খুব বেশি ভাবা বড্ড চাপের.. তাই কাউকে ভালোবাসতে দেখলে অবাক হই... তার থেকেও বেশি অবাক হই, এই ভুলে ভরা অগোছালো লেখাগুলো পড়ে কেউ আলাপ করতে চায়লে.... প্রেমে পড়া বড্ড চাপের... এই পার্শ্বচাপে জীবাশ্ম হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা.....
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন