জীবনে যে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কঠিন। তবু এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম.... সত্যিই উপভোগ করি.... চিনি কম, চা কম, চাওয়া কম, পাওয়া কম।
ফেসবুকের পোস্টগুলোর কোনও মূল্য নেই.... তবু মনে হয় প্রত্যেক মানুষের জীবনে ডায়েরি লেখা প্রয়োজন... আমি এভাবেই লিখি এক প্রকাশ্য ডায়েরি.... যেদিন বুড়ো হয়ে যাব...কোনও এক নির্জন সন্ধ্যায় একেক করে সব পোস্ট পড়ব.... ভাবতে অবাক লাগবে.... সত্যিই...! আমি এমন ছিলাম!
মানুষের কী আছে! কী নেই! তা বিশ্লেষণ করলে সত্যিই বাঁচা কঠিন.... যেটুকু আছে সেটুকু নিপুণভাবে ব্যবহার করতে পারছি তো!
পড়াশোনা শুধুমাত্র একটা ভাল চাকরির জন্য নয়। প্রত্যেক সভ্য দেশের সচেতন নাগরিকের বড্ড প্রয়োজন। আগে ব্যক্তি বিকাশ... তারপর দেশ।
মেসেঞ্জারে খুব কম কারও সাথেই কথা বলি। পরিচিত কন্ট্যাক্ট গুলো সব হোয়াট্সঅ্যাপেই থাকে.... জানি.. এটা শুধু আমার নয়.... আমার তোমার সকলের...।
পৃথিবীরর সবথেকে বড় অপরাধ হঠাত্ হঠাত্ কাউকে ভালোলাগা। খারাপ লাগা গুলোও আকস্মিকভাবে শুরু হয়....সো, টেক টাইম্স, অ্যন্ড গো স্লো...।
আমার মনে হয় শাস্ত্র বা ধর্মচর্চা বাল্যকাল থেকে শুরু করতে হয়, অথচ আমরা এমন একটা বয়সে শুরু করি যে তার প্রয়োগ করার সময় পাই না।
সমস্ত পরাজয় পেরিয়ে যখন বাড়ি ফিরি.... দেখি মা ভাত বেড়ে বসে আছে.... মনে হয় ঠিক এই কারণেই বেঁচে আছি হয়তো...
মাথার যন্ত্রণা আর Nausea..... এই নিয়ে জীবন বইছি।
ফেসবুকের পোস্টগুলোর কোনও মূল্য নেই.... তবু মনে হয় প্রত্যেক মানুষের জীবনে ডায়েরি লেখা প্রয়োজন... আমি এভাবেই লিখি এক প্রকাশ্য ডায়েরি.... যেদিন বুড়ো হয়ে যাব...কোনও এক নির্জন সন্ধ্যায় একেক করে সব পোস্ট পড়ব.... ভাবতে অবাক লাগবে.... সত্যিই...! আমি এমন ছিলাম!
মানুষের কী আছে! কী নেই! তা বিশ্লেষণ করলে সত্যিই বাঁচা কঠিন.... যেটুকু আছে সেটুকু নিপুণভাবে ব্যবহার করতে পারছি তো!
পড়াশোনা শুধুমাত্র একটা ভাল চাকরির জন্য নয়। প্রত্যেক সভ্য দেশের সচেতন নাগরিকের বড্ড প্রয়োজন। আগে ব্যক্তি বিকাশ... তারপর দেশ।
মেসেঞ্জারে খুব কম কারও সাথেই কথা বলি। পরিচিত কন্ট্যাক্ট গুলো সব হোয়াট্সঅ্যাপেই থাকে.... জানি.. এটা শুধু আমার নয়.... আমার তোমার সকলের...।
পৃথিবীরর সবথেকে বড় অপরাধ হঠাত্ হঠাত্ কাউকে ভালোলাগা। খারাপ লাগা গুলোও আকস্মিকভাবে শুরু হয়....সো, টেক টাইম্স, অ্যন্ড গো স্লো...।
আমার মনে হয় শাস্ত্র বা ধর্মচর্চা বাল্যকাল থেকে শুরু করতে হয়, অথচ আমরা এমন একটা বয়সে শুরু করি যে তার প্রয়োগ করার সময় পাই না।
সমস্ত পরাজয় পেরিয়ে যখন বাড়ি ফিরি.... দেখি মা ভাত বেড়ে বসে আছে.... মনে হয় ঠিক এই কারণেই বেঁচে আছি হয়তো...
মাথার যন্ত্রণা আর Nausea..... এই নিয়ে জীবন বইছি।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন