একদিন কলকাতার পথে পথে ঘুরেছিলাম, তোমার হাত ধরিনি.... তবু নির্লজ্জভাবে বলেছিলাম 'এই প্রথম কারও হাত ধরেছি'....। শুনেছ? ভালবাসলে গারো পাহাড়ে বৃষ্টি নামে, রাতগুলো সব দিন হয়ে যায়, প্রেমের অপর নাম ইমসোমনিয়া.... তুমি কী জানতে?
অনেকবার চোখ বন্ধ রেখেছি, ধ্যানমগ্ন হয়েছি। ঈশ্বরীয় ভাবনা কখনও আসেনি... তুমি তো জানো... আমি একেশ্বরবাদী।
"শ্রাবণ রাতে যদি....." "হাত ধরে তুমি নিয়ে চলো সখা "
সেদিন মাঘমাসের মাতাল বাতাসে তোমার পায়ের নূপুর বেজেছিল, বুঝেছিলাম, তুমিই আমার জীবনের জাতীয়সঙ্গীতের মূল সুর.....
তুমি প্রেম! নাকি বিভীষিকা? এক হৃদয়বিদারী দীর্ঘশ্বাস! আমি তো মানুষ.... একটা পাকস্থলী, কয়েক ফোঁটা লোহিত রক্তকণিকা আর বাঁপাশের হৃত্স্পন্দন।
Sudip Sen
10 Feb
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন