রাতের জ্যামিতি চারুচন্দ্র জানে
সন্ধে চেনে ধনেপাতার গন্ধ,
ছিটমহল বোঝে ছিটের অভাব
ফেরার যে আজ সমস্ত পথ বন্ধ।