শীতকে কখনও ডাকি নি এখানে.... একটু গরম আর কয়েকটা মশা.... বাইরের সাইকেলটা এখনও জেগে....
পেপারওয়ালা রাত জাগে, শহর ঘুম মাগে। দুটো চোখ আর কয়েকটা কিলবিল করা যন্ত্রণা....
আমার কুয়াশা এখনও গান গায়, সকালের ঘাসের সাথে কানেকানে কথা কয়..... কী গো! এখনও তুমি ঘুমিয়ে?
একবার তুমি এসো এখানে... দেখো... পিঁপড়েরা ক্যামন মুখে করে প্রেম বয়ে নিয়ে যায়... রাতের কালপেঁচারাও শান্তিতে ঘুমায়...
শুনেছ! মানুষ মানুষকে বাঁচিয়ে রাখে.... আর যোগাযোগ! আত্মীয়তাকে...।