বসন্তকালের হাল্কা রোদ পিঠের উপর পড়লেই মনে হয় আমি ক্লাস এইটে পড়ি, এখনও অনেকটা ইতিহাস পড়া বাকি... প্রথম বিশ্বযুদ্ধ... অক্ষশক্তি, মিত্রশক্তি আর, ঠান্ডা লড়াই এর কারণ.....
পূবের সিঁদুরি আম গাছটাতে মুকুল আসে, নেশাতুর গন্ধ। কখনও কোকিল এসে ডাকে, কখনওবা ভ্রমর।
বিছানার কোনও ঘড়ি নেই। তার আছে বালিশ, নরম গদি আর ঝকঝকে পরিষ্কার চাদর। একটা সময় চোখ ডুবে যায়....
পৃথিবীতে এখনও প্রত্যেক মিনিটে ঠান্ডা লড়াই হয়, সবকিছুর কারণ পরীক্ষাতে আসে না.... অনেক কারণ জানা বারণ।
মানুষের একএকটা সময় ভাল লাগেনা, খারাপ ও লাগেনা। মনে হয় পৃথিবীর আহ্নিকগতি থেমে গেছে, একদিন এভাবেই হয়তো বার্ষিকগতিও হারাবে....
Sudip Sen
18 Feb 16
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন