- নিন মশাই! যত পারেন ফ্রীতে মদ খান...
- ক্যানো! হঠাৎ কী উপলক্ষ্যে?
- আজ বাঙালির গর্বের দিন, আজ আমি স্বাধীনতা দিবস....নিষ্কৃতি দিবস একসাথে পালন করছি।
- কিচ্ছু বুঝতে পারছিনা। তবে ফ্রীতে মদ যখন দিচ্ছেন... গিলতে আর দোষ কোথায়?
- এই নিন... পাঁচ লিটার....
- এবার কারণটা বলে ফেলুন....
- পরিতোষ বাঘ ধরা পড়েছে..... শোনেননি?
- হুমমম।
- এটা বাঙালিরর গর্ব নয় বলছেন....! তার থেকেও গর্ব আমার মেয়েটা আজ মুক্তি পেল.... গতবছর ঠিক এই সময়েই আমার মেয়েটা ধর্ষিত হয়েছিল.... আপনার ছেলেদের হাতে.... কোনও সাক্ষ্যপ্রমাণ হয়নি.... এদেশের লিখিত সংবিধান... হাইকোর্ট...সুপ্রিমকোর্ট... এসবের প্রতি সেইদিনই বিশ্বাস উঠে গিয়েছিল.... সেদিন মেয়েটাকে বলেছিলাম... সহ্য করে নে...এরকম অনেকের সাথেই হয়.... সব ধর্ষণ কাগজে ওঠেনা.... তারপর থেকে রোজ পেপার খুঁজে খুঁজে ধর্ষণের ঘটনা পড়ত শুধু.... আজ শেষ পাওয়া আপডেট অনুযায়ী এক বছরে এক হাজার পাঁচশো বত্রিশ....
- আরেক প্যাক ঢালুন....  আমার ক্যামন যেন খুব নেশা হয়ে গিয়েছে..... পরিতোষ বাঘ....পরিতোষ....