মোবাইলটা হঠাৎ নদীতে ছুড়ে ফেলল চন্দ্রকান্ত। তিনবছরের হোয়াট্সঅ্যাপ টেক্সট....ছবি....আর ঊর্মিলার গাওয়া রবীন্দ্রসঙ্গীত...... সবই ছেড়ে থাকতে হবে..একলা থাকার অভ্যাস তৈরি করতে হবে.... রাত্রের নীরবসঙ্গীত ছেড়ে যাওয়ার গান গাইছে....
"তবু....... মনে রেখো"।
"তবু....... মনে রেখো"।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন