বাইরে শীতের লন্ঠন কাঁপে থরথরিয়ে....
ভিতরের গান "গুরুদেব দয়া কর দীনজনে।"
দুপুরের বাড়া ভাতে বিকেলের বেগুন পোড়া কাঁচা পেয়াজ আর লঙ্কার সাথে ঝগড়া করছে...
ছেঁড়া হাতা সোয়েটার আর রাত না কাটা কম্বলসম্বল উপেক্ষা করে স্বার্থপর শীত প্রবেশ করছে ফুটপাথের বাচ্চার কানে....

এর পরেও তারা শীত চায়... হেমন্ত চায়... বসন্ত চায় ভালোবাসতে।।।।।।

ভগবান! তুমি কার?
শীতের? গ্রীষ্মের? নাকি ক্যাপিটালিস্টদের?