- আচ্ছা! তোমার ঘটিতে কী?
- প্রেম।
- বাটিতে?
- প্রীতি।
- গ্লাসে?
- সোহাগ।
- থালা তে?
- অনুরাগ।
- কাপে?
- প্রণয়।
- প্লেটে?
- রতি।
- চামচে?
- আসক্তি।
- আর ঠোঁটে কী লেগে?
- ভালোবাসা।

সবই তো একঘেয়ে দুঃখের। ঝালটক কিছু নেই?