- নাম কী?
- সুদীপ সেন..।
- সেন বংশ! ফ্যামিলি ট্রি বলুন...
- সুধীর সেন> গোবিন্দ সেন> সুদীপ সেন।
- আপনার না... সেন বংশের..
- সাহেবি বল।
- মানে?
- সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। সা-হে-বি-ব-ল।
- স্ত্রীর নাম কী?
- গার্লফ্রেন্ডই নেই... আর স্ত্রী!
- আপনার না... লক্ষণ সেন এর...
- জানি না.... স্মার্টলি বললে এই মুহূর্তে মনে করতে পারছি না।
- আপনার জব প্রোফাইল টা অনেকটা এরকম... এই ধরুন যারা ড্রাগ অ্যাডিক্টেড, তাদের নেশামুক্তকরণ... পারবেন?
- আলবাত পারব।
- ডেমো দেখান... কীভাবে একজনকে ফেসবুক হোয়াট্সঅ্যাপ করা থেকে বিরত রাখবেন?
- বয়স কত?
- বাহান্ন।
- আপনার না... যার নেশা ছাড়াব... তার...
- ওই ধরুন পনেরো মত...

- বাবু, নেক্সট একঘণ্টা ফেসবুক না করলে তোমায় কাকাবাবু সমগ্র, আর মোবাইলে হাত না দিলে অর্জুনসমগ্র। আর আজ সারাদিন মোবাইল না ছুলে শীর্ষেন্দু সমগ্র।
- তাতে ইনভেস্টমেন্ট বেশি, প্রফিট কম। আপনাকে কোম্পানির ফিন্যান্স ম্যানেজমেন্ট করতে হবে। মার্কেটিংটা বুঝতে হবে।
- সহজ উপায় আছে একটা।
- কী?
- 'শহরের সেরা সুন্দরী' প্রতিযোগিতা শুরু করুন। টপ টেন মেয়েদের নিয়ে ফ্রন্ট অফিস স্টাফ বানান... সময়ের সাপেক্ষে সেরা বিজনেস পলিসি।
- আচ্ছা, ধরুন আপনাকে কপিরাইটের কাজ দেওয়া হলো... নেশামুক্তি কেন্দ্র অথবা যৌনরোগ বিশেষজ্ঞ...  আপনাকে প্যামফ্লেট ছাপাতে বলা হলো... কীভাবে লিখবেন?
- দেখুন.... আমার মনে হয় পাতাভর্তি যৌনরোগের বিজ্ঞাপন পড়তে পড়তে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। বরং কোনও বিখ্যাত কবির গ্যাদগ্যাদে প্রেমের কবিতা দিয়ে শেষ দুলাইনে....

বিঃদ্রঃ এখানে কলকাতার সুপ্রসিদ্ধ দাক্তার দিয়ে যৌনরোগের চিকিৎসা করানো হয়।

- আপনার ইন্টার্ভিউ শেষ, আপনি এখন আসতে পারেন।