- দাদাবাবু! বৌদিমণির হাঁপানিটা বেড়েছে... প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছে।
- আশেপাশে কোনও মিউজিক সিস্টেম আছে?
- এ আপনি কী বলছেন? এই অসময়ে গান বাজাবো?
- "তোমারে লেগেছে এতো যে ভালো/ চাঁদ বুঝি তা জানে" আলমারির প্রথম ড্রয়ারটা টানলেই পেনড্রাইভের প্রথম গান।

- দাদাবাবু বৌদিমণি একটু সুস্থবোধ করছে... এবার কী করব?
- আশেপাশে আমসত্ত্ব পাবি? খাঁটি গরুর দুধ? একসাথে মেখে নাকের কাছে ধর।
- ইনহেলার বাদ?
- হুমম.... যা বলছি তাই কর...।

- দাদাবাবু, বৌদিমণি শ্বাস নিচ্ছে, চোখ খুলছে....
- আশেপাশে কোনও বই আছে?
- হুমমম... 'কালবেলা'।
- এগিয়ে দে.... আর বই এর ভিতরে আমাদের একসঙ্গে একটা ছবি আছে...কলেজের সময়ে তোলা, বের করে দেখা...
- বৌদিমণি উঠে বসেছে...
- এবার হাতটা ধরে ফুলবাগানটার কাছে নিয়ে যা...চন্দ্রমল্লিকা, স্নোবল আর ডালিয়া গাছের মাঝখানটাতে বসা.... তারপর ফোনটা দে....

- হ্যালো!
- ক্যামন বোধ করছ?
- ভাল... তুমি কবে আসবে?
- এই জঙ্গি হামলাটা কমলেই অ্যাসিসটেন্ট কমেনড্যান্ট আমাদের ছুটি ঘোষণা করবে বোধহয়... এখন আর সময় নেই... তুমি সাবধানে থেকো... টেক কেয়ার..

Sudip Sen
4th Jan.