প্রাচ্য.........
- তোর বাবা খেয়েছে?
- হুমম।
- খাওয়ার সময় গ্লাসে জল ঢেলে দিয়েছিলি?
- না।
- মুগের পরিবর্তে মুসুরির ডাল রেঁধেছি বলে কিছু বলছিল?
- না।
- পালংশাকে বড়ি দিয়েছি বলে চিৎকার চেঁচামেচি করছিল?
- না।
- মাছেরঝোলে তেজপাতার গন্ধটা পেয়েছিল নাকিরে?
- না, কিছু তো বলেনি।
- খাওয়ার সময় সিলিং ফ্যানটা চালিয়ে দিয়েছিলি তো? তোর বাবা খাওয়ার সময় যা ঘেমে যায়....
- না। প্রয়োজন হলে নিজেই চালিয়ে নিতে পারতো।
- পটল চিংড়িতে লবণটা কী বেশী হয়েছিল?
- আমার তো ঠিকই লেগেছে।
- খাওয়ার সময় কোনও ফোন আসেনি তো?
- না, আসেনি।
- হেঁচকি লেগেছিল?
- না।
- সব ঠিকঠাক হয়েছে তো? কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেছিলি?
- মা! এত টেনশন কর ক্যানো? একবেলা নাহয় খাওয়ার সময় ছিলেনা, তাতে এমন কী মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি?
- সে আর তুই কী বুঝবি?
পাশ্চাত্য....
- তোমাকে ভাল লাগার একাধিক কারণ রয়েছে, এই মুহূর্তে অন্তত একহাজার কারণ আমি লিখে দিতে পারি।
- তাই নাকি! যেমন....
- তুমি স্বার্থপর, তুমি সেল্ফসেন্ট্রিক, তুমি ইগোইস্ট, তুমি অহংকারী....
- তোমার ভাল লাগার কারণ গুলো অসাধারণ....
- আরও আছে.... বলব?
- শুনি....
- তুমি মোটেই সুন্দরী নও। গড়পড়তা দেখতে। তুমি তোমার সৌন্দর্য সম্পর্কে একদমই সচেতন নও। তুমি পার্লারে যাওনা....তুমি জানোনা, নীল রঙ তোমার সঙ্গে মানায় না, অথচ হলুদ রঙের কুর্তিটা বলা সত্ত্বেও তোমায় পরতে দেখিনা কোনওদিন....
- আর....
- তুমি মাছ রাঁধতে জানোনা, ডিম ভাজতে পারোনা, জানোনা একটা স্যান্ডোগেঞ্জি কাঁচতে কতটা ডিটারজেন্ট পাওডার লাগে... কল্মীর শাকের নাম শুনেছ কখনও?
- আরও আছে?
- হুমম। আমি জানি তুমি একা থাকতে বেশী পছন্দ কর, গোছালো এবং ফিটফাট থাকার চেষ্টা কর সবসময়, অথচ আমার মনে হয় জিনিসপত্র অগোছালো না থাকলে সংসার শনাক্ত করা যায়না। মনে হয়না দুজন মানুষ আর একটা পরিবার... মনে হয় আমি একটা হোটেলে বসবাস করছি।
- আর....
- তুমি আমায় দয়া কর। আমি যেন অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্নের একটা অপশন তোমার কাছে, যার উত্তর অবশ্যই নান অফ দীস..... তুমি সহানুভূতি দেখাও... কেইবা আছে...? কোথায়ই বা যাবে?? ঠিক বললাম?
- কে জানে? এসব নিয়ে কখনও ভাবিনি। তোমায় নিয়ে কিছুই ভাবিনা আসলে...
Sudip Sen..
থার্টি ফার্স্ট সিক্সটিন।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন