গাবতলায় হলদে পাতা পড়ে, তিনটে চিল উড়ে যায় তেঁতুল গাছের ফোকরে, শুখনো পায়খানার উপর গোবরে পোকা ওড়ে।
ঝোলঝাট্টি আমার একলা ঘরকে ডাকে, একটা সময় বহলার ফল দিয়ে ঘুড়ি বানাতাম... ঝাঁটার কাঠি কাগজের দুদিকে আধাচাঁদের মত জুড়ে। ঘুড়ি তুমি উড়ে যাও...আমি হাঁটুর গোড়ালি ছিঁড়ি।
প্রেম এসেছিল শীতের লেপের নীচে.. শীতঘুম আর কল্পনার বিলাসিতাই।
একদিন হাফপ্যান্ট পরতাম, তারপর মেয়ে দেখতে শিখলাম... কত রঙের সব মেয়ে।
লালসা সন্ধ্যার লালসন্নে....
আমি শীতের গ্রীষ্ম.....বসন্তের কালবোশেখি।
আর খেজুর গাছের নীচে হাঁ খুলে টুপটাপ রস গিলতে চাই।
বৃষ্টি পড়লে কর্কেটের চালে আওয়াজ হয়না কেন?
ছমছম ছমছম, চ্যাটপ্যাট চ্যাটপ্যাট...আমার ঘুম পাড়ানি গান।
আচ্ছা প্রেম...তুমি এত জ্ঞানী ক্যানো?
আমি তো মিছে মরি নির্বুদ্ধিতাই।
ঝোলঝাট্টি আমার একলা ঘরকে ডাকে, একটা সময় বহলার ফল দিয়ে ঘুড়ি বানাতাম... ঝাঁটার কাঠি কাগজের দুদিকে আধাচাঁদের মত জুড়ে। ঘুড়ি তুমি উড়ে যাও...আমি হাঁটুর গোড়ালি ছিঁড়ি।
প্রেম এসেছিল শীতের লেপের নীচে.. শীতঘুম আর কল্পনার বিলাসিতাই।
একদিন হাফপ্যান্ট পরতাম, তারপর মেয়ে দেখতে শিখলাম... কত রঙের সব মেয়ে।
লালসা সন্ধ্যার লালসন্নে....
আমি শীতের গ্রীষ্ম.....বসন্তের কালবোশেখি।
আর খেজুর গাছের নীচে হাঁ খুলে টুপটাপ রস গিলতে চাই।
বৃষ্টি পড়লে কর্কেটের চালে আওয়াজ হয়না কেন?
ছমছম ছমছম, চ্যাটপ্যাট চ্যাটপ্যাট...আমার ঘুম পাড়ানি গান।
আচ্ছা প্রেম...তুমি এত জ্ঞানী ক্যানো?
আমি তো মিছে মরি নির্বুদ্ধিতাই।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন