- তুমি আমায় একটুও ভালোবাসো না....
- বাসি না।
- তা নতুন কারো সন্ধান পেলে? যে আমার থেকেও বেটার....
- পেয়েছি।
- এ জীবন আমি আর রাখবো না। ভগবান আমায় এক্ষুনি মেরে ফেলো... আমি আর বেঁচে থাকতে চাইনা।
- এইভাবে চিৎকার করে কোনও লাভ নেই। মরার অনেক রাস্তা আছে....ট্রেনে মাথা দেওয়া, সিলিং ফ্যানে ঝুলে পড়া...আগুনে ঝাপ দেওয়া...জলে ডুবে মরা...আর বাকি রইল কে.সি.এন.....
- ভাল নাই বা বাসতে পারো, তাইবলে এইভাবে মরতে বলবে?
- হুমম। তোমার মরে যাওয়াই ভাল।
- মরার আগে একটা শেষ ইচ্ছে ছিল....
- কী?
- বয়ফ্রেন্ডের নাম টা জানতে পারি কী?
- হুম, হিমু।
- ছবি আছে?
- হুমম।
- কৈ দ্যাখাও দেখি....!
- এই বুড়ো লোকটা তোমার বয়ফ্রেন্ড!
- এটা তো স্যার হুমায়ূন আহমেদের ছবি... প্রেম তো করি হিমুর সাথে।
- বাসি না।
- তা নতুন কারো সন্ধান পেলে? যে আমার থেকেও বেটার....
- পেয়েছি।
- এ জীবন আমি আর রাখবো না। ভগবান আমায় এক্ষুনি মেরে ফেলো... আমি আর বেঁচে থাকতে চাইনা।
- এইভাবে চিৎকার করে কোনও লাভ নেই। মরার অনেক রাস্তা আছে....ট্রেনে মাথা দেওয়া, সিলিং ফ্যানে ঝুলে পড়া...আগুনে ঝাপ দেওয়া...জলে ডুবে মরা...আর বাকি রইল কে.সি.এন.....
- ভাল নাই বা বাসতে পারো, তাইবলে এইভাবে মরতে বলবে?
- হুমম। তোমার মরে যাওয়াই ভাল।
- মরার আগে একটা শেষ ইচ্ছে ছিল....
- কী?
- বয়ফ্রেন্ডের নাম টা জানতে পারি কী?
- হুম, হিমু।
- ছবি আছে?
- হুমম।
- কৈ দ্যাখাও দেখি....!
- এই বুড়ো লোকটা তোমার বয়ফ্রেন্ড!
- এটা তো স্যার হুমায়ূন আহমেদের ছবি... প্রেম তো করি হিমুর সাথে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন