দু-একটা সম্ভাবনাময় প্রেমের ত্যাগস্বীকার করে যা অবশিষ্ট থাকল তা দিয়েই এবারের ভাইফোঁটা পালন করতে চাই। ধান-দুব্য-পান-মাজার লালকার নিয়ে বাটা সাজিয়ে, সেই যে কপালে ঠেকানো..... ইয়া, আই মিস দেম আ লট...........

যমের দুয়ারে কাঁটা পড়ুক আর না পড়ুক, ভাই এর কপালে ফোঁটা এবার হওয়া চাই। আগে যখন খুব  ছোট ছিলাম, মায়ের সাথে মামাবাড়ি চলে যেতাম। তখন দিদা ফোঁটা দিত। ফোঁটা পাওয়ার থেকেও যেটার জন্য বেশি মুখিয়ে থাকতাম তা হল বাটাতে রাখা পাঁচ-দশ টাকা। নিজেকে কেমন বড়লোক বড়লোক মনে হত। তবু, বছরের এই ভাইফোঁটা আর রাখির দিনদুটোতে হেব্বি মন খারাপ হত।
পাশের বাড়ির কল্যাণ যখন দিদির উপর খিজি করত, একশ টাকা না দিলে ভাইফোঁটা নেব না, তখন মনে হত ফোঁটার থেকেও আমার যেটার জন্য একটা দিদি বা বোন চাই তা হল 'অ্যান এক্সট্রা সোর্স অফ ইনকাম '।

যাইহোক, সক্কাল সক্কাল ঘুম থেকে উঠলাম, মানে উঠেছি ওই মাত্রই, বিছানাও ছাড়িনি। আলাদীনের আশ্চর্য প্রদীপ জ্বালিয়ে কেউ যদি একটা বোন বা দিদির সাথে আজ ব্রেকফাস্ট এ ফ্রায়েড রাইস, চিলিচিকেনের সাথে একটা কাস্টার্ড এই বিছানাতে দিয়ে যায়, আই উইল বি হাইলি অবলাইজড।