সকাল নটা'র সময় লুচি -ঘুগনি খেয়ে বন্ধুর মেসে শুয়েছিলাম। একসময় কে যে শসা দিয়ে গেল বুঝতে পারিনি, শুয়েশুয়েই চিবিয়ে নিয়েছি। মাঝখানে রান্নারমাসি এসেছিল, ডিমের ঝোল রেঁধেছে না হলুদের ঝোল বোঝা কঠিন। একটা লম্বা ঘুম দিয়ে চোখমুখ ফুলিয়ে এই উঠলাম। নিজেকে এমন মাতালের মত লাগছে যে ভুলেই গিয়েছি আজ কী বার! এখন কী করব!
যাইহোক, এই শীতের রোদের প্রচন্ড তেজ। নিজের অবস্থা মনে  করতে না চাইলেও মনে করিয়ে দেয়। তারপরেই কেমন যেন একটা ভয়মিশ্রিত 'মন খারাপ' কাজ করে।
জীবনের সকালটা কোনওরকমে কেটে গেলেও দুপুর বিকেল আর রাতগুলো কিছুতেই যেন 'কোনওরকমে' কাটতে চায়না।