কুড়ি বছর পর যদি আবার তোমার সাথে দেখা হয়, আকস্মিকভাবে বিনা তৃষ্ণাতে বুকের সমস্ত জল শুকিয়ে যায়। সেদিন আমার এই চব্বিশ বছরেও শৈশবাবস্থা বা তোমার প্রতি উন্মত্ততা হয়তো আর থাকবেনা। ছোটখাটো দুঃখে বাছাই করা স্যাড সং এর সুর মনের সাথে আর একাত্ম হবেনা। কোনও এক সময় অকারণে পিছন ঘুরে তাকালেও নিজেকে আমেরিগো ভেসপুসি মনে হবে না।

সেদিন যদি সব কিছু ফেরৎ চাই (আমাকে, তোমাকে, আর তোমায় নিয়ে ভাবনাগুলোকে) দিতে পারবে?

আমার সেই প্রথম প্রেমে তোমায় নিয়ে ভাবা অহেতুক 'আনপ্রোডাক্টিভ' ভাবনাগুলো জলের অভাবে মরতে বসেছে। স্টেশন ট্রেন আর হকারের চিৎকারের মাঝে 'শেষ না দেখার' ব্যাখ্যাতিত যন্ত্রণা অকারণে হাহাকার করে।  ক্ষণিকের ভাবনাতে নিজেকে শক্তিহীন, দূর্বল মনে হয়। ভালোবাসা যদি নিরর্থক সময় অপচয় হয়, তবে সেই ধরণের বৈজ্ঞানিকযুক্তিকে আমি অগ্রাহ্য করি।
একটু একটু অভ্যাস হয়ে গেছে জানো, তোমার সাথে অন্যকে দেখলে এখন আর মাথা ঝিম ধরে আসেনা, শরীরে মৃদু জ্বরাভাব অনুভূত হয়না।
সবথেকে বড় কথা আমি বেঁচে আছি, হেহে আমি বেঁচে আছি, সত্যি আমি বেঁচে আছি।

দা আর্থ ইজ রাউন্ড, ওয়ান্স উই মিট, ডু রিটার্ণ এভরিথিংস।

Sudip Sen
আজ নভেম্বরের চার দিন, চিয়ার্স