#বিসর্জন
- একটু সঙ্গ দেবেন?
- তাতে আমার লাভ?
- আমার পরের গল্পের নায়িকা আপনি। আপনার নাম থাকবে, গাডার দেওয়া চুলের বিনুনি, হলুদ শাড়ি আর ব্যাকলেস ব্লাউজ.....
- ফ্রন্টলেস হলে একটু ভাল হয়না? তাতে অভিহিত করতে সুবিধা হয়। এই যেমন ধরুন পাহাড়ি বুক আর নিষ্ফলা হৃদয়?
- তা তো এখনও আবিষ্কৃত হয়নি! সাময়িক সময়ের সঙ্গী ব্যাপারটা মন্দ নয় বুঝলেন! কারণ তাতে বিচ্ছেদটা প্রত্যাশিত, অনেকটা শারদীয়ার বিজয়ার মত। জেনেশুনে মনের কাছে টেনে আপনি থেকেই মুক্তি দেওয়া। বিসর্জনের বাজনাতে যেমন একটা বিষাদের সুর বাজে, তার সাথেই কিন্তু পরের বছরের জন্য একটা অপেক্ষা থাকে। এমনই এক অন্তহীন অপেক্ষাই আপনার জন্য চেয়ে থাকব কোনও এক শুক্রবারের দুপুরে।
- অপেক্ষা ভাল, কিন্তু এমন কাউকে অপেক্ষা করতে দেখেছেন যেখানে আশা-প্রত্যাশা হতাশার জন্ম দিয়েছে! দেখেননি! আর আমি-ই বা আপনাকে কেন সঙ্গ দিতে যাব? আপনাকে আমার ঠক, জোচ্চোর এবং সাংঘাতিক রকমের প্রবঞ্চক বলে মনে হচ্ছে....
- তা ভাল, অবিশ্বাস আর সন্দেহ থেকে কারও মনে আস্থা আর প্রত্যয় জোগাতে পারলে মন্দ লাগেনা। সেখানে কোনও প্রত্যাশা থাকেনা, মিথ্যে দিয়ে সত্যের সূচনা।
- থাক বাবা, আপনার কাব্য আপনার পকেটে রাখুন, অতশত কঠিন শব্দ মাথায় ঢোকেনা। তা ঝটপট বলুন কী কী করবেন?
- কী করব মানে?
- মানে সহজ, এমন করছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেননা, অথচ এখন খুলে দিলেই খাবলে খাবেন। খানকি!
- দেখুন প্রচলিত ধ্যানধারণার বাইরে আমিও যেতে চাইনা। আপনি এখন ভাবতে পারেন আমি রেপ করতে চাইছি, অথচ আমি আপনার আত্মরক্ষার্থেও সাহায্য করতে পারি। আসলে মানুষের মনে বিশ্বাস জাগানো অত্যন্ত কঠিন। গন্ডির বাইরে বেরোলেই বুঝি রাবণের হাতে পড়তে হয়!
- তর্কবিতর্কে আমি যাব না, আর সঙ্গ দিতেও কোনও আগ্রহ নেই।
- কোথায় গিয়েছিলেন জানতে পারি কী?
- হ্যাঁ, মাকে বিসর্জন দিতে, আর আপনি?
- আমিও এক অন্য মা'কে। নিজের মা অনেক দিন আগেই বিসর্জিত হয়েছেন, গত তিনবছরে নতুন মা পাই। আমার প্রেমিকা। ওকে মা বলেই ডাকতাম। হয়তো পাগল মনে হবে, কিন্তু বিশ্বাস করুন ওর মধ্যে নিজের মা'কে দেখতাম। স্নেহ ভালোবাসা প্রেমান্ধতা কোনও কিছুরই অভাব ছিলনা ওকে পাওয়ার পর। আজ আমায় একলা ফেলে রেখে চলে গেল। বৈদ্যুতিক ঝিলে যখন ওর শরীরটা দগ্ধ হতে দেখি, আমার শুধু মায়ের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল এ যেন এক মায়ের দ্বিতীয় মৃত্যু! সত্যিই আমি পাগল তাইনা? বলুন না, সত্যিই আমি পাগল তাইনা?
© Sudip Sen
23/Oct/15
- একটু সঙ্গ দেবেন?
- তাতে আমার লাভ?
- আমার পরের গল্পের নায়িকা আপনি। আপনার নাম থাকবে, গাডার দেওয়া চুলের বিনুনি, হলুদ শাড়ি আর ব্যাকলেস ব্লাউজ.....
- ফ্রন্টলেস হলে একটু ভাল হয়না? তাতে অভিহিত করতে সুবিধা হয়। এই যেমন ধরুন পাহাড়ি বুক আর নিষ্ফলা হৃদয়?
- তা তো এখনও আবিষ্কৃত হয়নি! সাময়িক সময়ের সঙ্গী ব্যাপারটা মন্দ নয় বুঝলেন! কারণ তাতে বিচ্ছেদটা প্রত্যাশিত, অনেকটা শারদীয়ার বিজয়ার মত। জেনেশুনে মনের কাছে টেনে আপনি থেকেই মুক্তি দেওয়া। বিসর্জনের বাজনাতে যেমন একটা বিষাদের সুর বাজে, তার সাথেই কিন্তু পরের বছরের জন্য একটা অপেক্ষা থাকে। এমনই এক অন্তহীন অপেক্ষাই আপনার জন্য চেয়ে থাকব কোনও এক শুক্রবারের দুপুরে।
- অপেক্ষা ভাল, কিন্তু এমন কাউকে অপেক্ষা করতে দেখেছেন যেখানে আশা-প্রত্যাশা হতাশার জন্ম দিয়েছে! দেখেননি! আর আমি-ই বা আপনাকে কেন সঙ্গ দিতে যাব? আপনাকে আমার ঠক, জোচ্চোর এবং সাংঘাতিক রকমের প্রবঞ্চক বলে মনে হচ্ছে....
- তা ভাল, অবিশ্বাস আর সন্দেহ থেকে কারও মনে আস্থা আর প্রত্যয় জোগাতে পারলে মন্দ লাগেনা। সেখানে কোনও প্রত্যাশা থাকেনা, মিথ্যে দিয়ে সত্যের সূচনা।
- থাক বাবা, আপনার কাব্য আপনার পকেটে রাখুন, অতশত কঠিন শব্দ মাথায় ঢোকেনা। তা ঝটপট বলুন কী কী করবেন?
- কী করব মানে?
- মানে সহজ, এমন করছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেননা, অথচ এখন খুলে দিলেই খাবলে খাবেন। খানকি!
- দেখুন প্রচলিত ধ্যানধারণার বাইরে আমিও যেতে চাইনা। আপনি এখন ভাবতে পারেন আমি রেপ করতে চাইছি, অথচ আমি আপনার আত্মরক্ষার্থেও সাহায্য করতে পারি। আসলে মানুষের মনে বিশ্বাস জাগানো অত্যন্ত কঠিন। গন্ডির বাইরে বেরোলেই বুঝি রাবণের হাতে পড়তে হয়!
- তর্কবিতর্কে আমি যাব না, আর সঙ্গ দিতেও কোনও আগ্রহ নেই।
- কোথায় গিয়েছিলেন জানতে পারি কী?
- হ্যাঁ, মাকে বিসর্জন দিতে, আর আপনি?
- আমিও এক অন্য মা'কে। নিজের মা অনেক দিন আগেই বিসর্জিত হয়েছেন, গত তিনবছরে নতুন মা পাই। আমার প্রেমিকা। ওকে মা বলেই ডাকতাম। হয়তো পাগল মনে হবে, কিন্তু বিশ্বাস করুন ওর মধ্যে নিজের মা'কে দেখতাম। স্নেহ ভালোবাসা প্রেমান্ধতা কোনও কিছুরই অভাব ছিলনা ওকে পাওয়ার পর। আজ আমায় একলা ফেলে রেখে চলে গেল। বৈদ্যুতিক ঝিলে যখন ওর শরীরটা দগ্ধ হতে দেখি, আমার শুধু মায়ের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল এ যেন এক মায়ের দ্বিতীয় মৃত্যু! সত্যিই আমি পাগল তাইনা? বলুন না, সত্যিই আমি পাগল তাইনা?
© Sudip Sen
23/Oct/15
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন