দীর্ঘ দিবস বিবাহ করিবার শখ আমার। তাই দেখাশোনা চলিতেছে। হবু শ্বশুরালয় হইতে নিকটাত্মীয়জন আসিয়াছেন। লাজুকলতা 'আমি' সুসজ্জিত হইয়া শয্যা বেষ্টিত হইয়া আছি।
প্রথমে কন্যার পিতৃব্য প্রশ্ন ছুড়িল.....
- পাস কদ্দুর?
হতচকিত হইয়া নিজেকে সংবরণ করিয়া উত্তর করিলাম, আজ্ঞে মাধ্যমিক পর্যন্ত পড়িয়াছি।
কাগজ কলম বাহির করিয়া বলিলেন স্বাক্ষর করিয়া দেখাও।
কলম কাঁপাইতে কাঁপাইতে আমি নাম লিখিলাম।
পশ্চাদদেশে বিরাজমান খুল্লতাত বলিলেন হস্তরেখা এবং হস্তলেখা দুইই খারাপ। কথা সত্য।
পিতৃব্য পুনরায় প্রশ্ন করিলেন কেশরাশি খাঁটি নাকি পরচুলো?
আমি দ্রুততার সহিত কপালে হস্ত চালনা করিলাম। এবং উচ্চবাচ্যে কহিলাম ইহা খাঁটি।
ইহার পর একাধিক প্রশ্ন আসিল, রান্না জানি কিনা? হিসাববিদ্যা জানি কিনা? কেহ খাতা বাহির করিয়া গুণভাগ এবং যোগবিয়োগ করিতে দিলেন। গণিতশাস্ত্রে দুর্বলতার কারণ অনুসন্ধানের পর কেহ বলিলেন বিবাহের পর আমার পুনরায় বিদ্যালাভ করা উচিৎ। আমি অধোবদনে দন্ডায়মান হইয়া নীচ বাক্যে হ্যাঁ-সূচক শব্দ বাহির করিতেছি। মনে হইতেছিল জীবনের সর্বোচ্চ পরীক্ষাতে আর বোধহয় উত্তীর্ণ হইতে পারিলাম না।
কিয়ৎখণ পর কেহ কহিলেন হাঁটিয়া দেখাইতে। আমি সেই যে পদব্রজ ভ্রমণে বাহির হইলাম তাহাদের সম্মুখে আর ফেরা সম্ভব হয়নি।
কিয়ৎখণ পুর্বে তাঁহারা বার্তা দিয়াছেন, পাত্রের মুখশ্রী বয়সের অনুপাতে যথোপযুক্ত ভাবে বিস্তার লাভ করে নি, ইহার প্রেক্ষিতে এই বিবাহ সম্পন্ন সম্ভব নহে।
© Sudip Sen
22/Oct/15
প্রথমে কন্যার পিতৃব্য প্রশ্ন ছুড়িল.....
- পাস কদ্দুর?
হতচকিত হইয়া নিজেকে সংবরণ করিয়া উত্তর করিলাম, আজ্ঞে মাধ্যমিক পর্যন্ত পড়িয়াছি।
কাগজ কলম বাহির করিয়া বলিলেন স্বাক্ষর করিয়া দেখাও।
কলম কাঁপাইতে কাঁপাইতে আমি নাম লিখিলাম।
পশ্চাদদেশে বিরাজমান খুল্লতাত বলিলেন হস্তরেখা এবং হস্তলেখা দুইই খারাপ। কথা সত্য।
পিতৃব্য পুনরায় প্রশ্ন করিলেন কেশরাশি খাঁটি নাকি পরচুলো?
আমি দ্রুততার সহিত কপালে হস্ত চালনা করিলাম। এবং উচ্চবাচ্যে কহিলাম ইহা খাঁটি।
ইহার পর একাধিক প্রশ্ন আসিল, রান্না জানি কিনা? হিসাববিদ্যা জানি কিনা? কেহ খাতা বাহির করিয়া গুণভাগ এবং যোগবিয়োগ করিতে দিলেন। গণিতশাস্ত্রে দুর্বলতার কারণ অনুসন্ধানের পর কেহ বলিলেন বিবাহের পর আমার পুনরায় বিদ্যালাভ করা উচিৎ। আমি অধোবদনে দন্ডায়মান হইয়া নীচ বাক্যে হ্যাঁ-সূচক শব্দ বাহির করিতেছি। মনে হইতেছিল জীবনের সর্বোচ্চ পরীক্ষাতে আর বোধহয় উত্তীর্ণ হইতে পারিলাম না।
কিয়ৎখণ পর কেহ কহিলেন হাঁটিয়া দেখাইতে। আমি সেই যে পদব্রজ ভ্রমণে বাহির হইলাম তাহাদের সম্মুখে আর ফেরা সম্ভব হয়নি।
কিয়ৎখণ পুর্বে তাঁহারা বার্তা দিয়াছেন, পাত্রের মুখশ্রী বয়সের অনুপাতে যথোপযুক্ত ভাবে বিস্তার লাভ করে নি, ইহার প্রেক্ষিতে এই বিবাহ সম্পন্ন সম্ভব নহে।
© Sudip Sen
22/Oct/15
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন