আমার দুর্গার ঠোঁটে তিল, মুখে ব্রণ, কানের নীচে এলোমেলো চুল।
আমার দুর্গা দেরি করে ঘুম থেকে ওঠে। বাজার করে ইলেক্ট্রিক বিল জমা দেয়, ব্যাঙ্কে লাইন দেয়, দুধওয়ালা, গ্যাসওয়ালার বিল মেটায়।
আমার দুর্গার সময়ের অভাব, সকালের রান্নার সময়টুকু বাঁচাতে রাস্তার ফ্রাইড রাইস আর চিলি চিকেন লাঞ্চবক্সে ভরে নেয়।
আমার দুর্গা ভালোবাসে, অফিসের কাজের ফাঁকে হোয়াট্অ্যাপে 'তার' খোঁজ নেয়।
আমার দুর্গা একটু হিংসুটে, বোন কখনও পোষাক চাইলে রেগে যায়, অথচ কিছু বলতেও পারে না।
আমার দুর্গা চিকেন খায়, বার্গার খায়, পিজ্জা খায়। আমার দুর্গা একটু মোটা।
আমার দুর্গা কখনও শপিং মলএ যায় শুধু সেল্ফি তুলতে। আমার দুর্গা বদমেজাজি, মন খারাপ হলে সিগারেট ধরায়। আমার দুর্গার রাতে ঘুম আসেনা। বেশি রাত একলা কাটায়।
আমার দুর্গা বড্ড চালাক, কখনও সখনও খুবই বোকা,
আমার দুর্গার সবাই আছে, তবু কেন এত্ত একা?
আমার দুর্গা দেরি করে ঘুম থেকে ওঠে। বাজার করে ইলেক্ট্রিক বিল জমা দেয়, ব্যাঙ্কে লাইন দেয়, দুধওয়ালা, গ্যাসওয়ালার বিল মেটায়।
আমার দুর্গার সময়ের অভাব, সকালের রান্নার সময়টুকু বাঁচাতে রাস্তার ফ্রাইড রাইস আর চিলি চিকেন লাঞ্চবক্সে ভরে নেয়।
আমার দুর্গা ভালোবাসে, অফিসের কাজের ফাঁকে হোয়াট্অ্যাপে 'তার' খোঁজ নেয়।
আমার দুর্গা একটু হিংসুটে, বোন কখনও পোষাক চাইলে রেগে যায়, অথচ কিছু বলতেও পারে না।
আমার দুর্গা চিকেন খায়, বার্গার খায়, পিজ্জা খায়। আমার দুর্গা একটু মোটা।
আমার দুর্গা কখনও শপিং মলএ যায় শুধু সেল্ফি তুলতে। আমার দুর্গা বদমেজাজি, মন খারাপ হলে সিগারেট ধরায়। আমার দুর্গার রাতে ঘুম আসেনা। বেশি রাত একলা কাটায়।
আমার দুর্গা বড্ড চালাক, কখনও সখনও খুবই বোকা,
আমার দুর্গার সবাই আছে, তবু কেন এত্ত একা?
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন